রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব গ্রহণ করতে প্রস্তুত বলে জানিয়েছে ইউক্রেন। কিয়েভের এ সম্মতির পর যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা ফের শুরু ও গোয়েন্দা তথ্য বিনিময় করতে রাজি হয়েছে বলে দেশ দুটি এক যৌথ বিবৃতিতে জানিয়েছে। মঙ্গলবার সৌদি আরবের জেদ্দা শহরে ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে ৮ ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, যুক্তরাষ্ট্র এখন এ প্রস্তাব নিয়ে রাশিয়ার কাছে যাবে আর বল মস্কোর কোর্টে থাকবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা উল্লেখ করে রুবিও সাংবাদিকদের বলেন, ‘আমাদের আশা রাশিয়া যত দ্রুত সম্ভব ‘হ্যাঁ’ বলবে, যেন আমরা এর দ্বিতীয় পর্যায়ে চলে যেতে পারি, সেটাই আসল আলোচনা হবে।’-রয়টার্স