ফরিদপুরের কানাইপুরে সাইকেলে চড়ানোর লোভ দেখিয়ে সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে।
শিশুটি বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরের নামে থানায় মামলা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ কিশোর আবদুল্লাহকে থানায় নিয়ে আসে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে।