ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটন তেহরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করার পর আমেরিকার সাথে পরোক্ষ আলোচনায় হুমকি ও চাপের কাছে মাথা নত করবে না তেহরান।
শুক্রবার এক বিবৃতিতে মন্ত্রণালয়টি আবারও কূটনীতির পথে ইরানের প্রতিশ্রুতি এবং আমেরিকার সাথে আলোচনা চালিয়ে যাওয়ার প্রস্তুতির কথা নিশ্চিত করেছে।
এতে বলা হয়, ইসলামী প্রজাতন্ত্র ইরান... কোনও অবস্থাতেই জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের নীতি লঙ্ঘন করে এমন হুমকি ও চাপের পন্থা সহ্য করবে না। ইরানের জাতীয় স্বার্থের ক্ষতি করার এবং ইরানের জনগণের মানবাধিকার লঙ্ঘনের জন্য এই ধরণের পন্থা তৈরি করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক এবং ইরানের সাতটি প্রতিষ্ঠানের সাথে পেট্রোলিয়াম এবং পেট্রোকেমিক্যাল পণ্য ব্যবসা করার জন্য নিষেধাজ্ঞার আওতায় এনেছে।
ফেব্রুয়ারিতে তেহরানের ওপর যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চাপের নীতি প্রয়োগ করার পর ইরানও পাল্টা জবাব দিতে শুরু করে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারদের ওপর অব্যাহত বেআইনি নিষেধাজ্ঞা এবং চাপের তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এই ধরনের অবৈধ আচরণ অব্যাহত রাখার ফলে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ইরানের যৌক্তিক এবং বৈধ অবস্থানে কোনও পরিবর্তন আসবে না।
বিবৃতিতে সতর্ক করা হয়েছে, নিঃসন্দেহে, ব্যর্থ পদ্ধতি এবং কৌশল পুনরায় পরীক্ষা করার ফলে একই ব্যয়বহুল ব্যর্থতার পুনরাবৃত্তি ছাড়া আর কোনও ফলাফল হবে না।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল