- বোয়ালমারীতে ফ্যাসিস্ট আ. লীগ নেতা মতি কাজী গ্রেপ্তার
- তিউনিসিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ৩৪ বছরের কারাদণ্ড
- বগুড়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- বাংলাদেশকে পুতুলরাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ: আখতার
- গণমাধ্যমের প্রতি আস্থা ফেরাতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে : কাদের গনি চৌধুরী
- শার্শায় সেপ্টেম্বর অন যশোর রোড মনুমেন্ট উদ্বোধন
- ‘ডিএনসিসির সঙ্গে কাজ করবে ডিএমপি, রাজউক ও এমআরটি’
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে এমএস ও পিএইচডি কোর্স চালুকরণে কর্মশালা
- এনএসডিএ ও বাউবির সমঝোতা চুক্তি সই
- এপ্রিলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত রংপুরে
- র্যাংকিংয়ে আয়ারল্যান্ডের কাছে জায়গা হারাল বাংলাদেশ
- চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটে রপ্তানি কার্যক্রম দ্রুত করতে পদক্ষেপ
- ‘যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল তাদের মূল্যায়ন করতে হবে’
- সাকিবকে আওয়ামী লীগে যোগ না দিতে উপদেশ দিয়েছিলেন মেজর হাফিজ
- শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী শুটার বিপু গ্রেফতার
- মারধরের পর পল্লী চিকিৎসককে তুলে নেওয়ার অভিযোগ
- টুঙ্গিপাড়ায় ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক
- ক্রিকেট বোর্ডে কাদের থাকা উচিত, জানালেন তামিম
- চাঁপাইনবাবগঞ্জের আম দেশের ২৫ জেলায় পৌঁছে দিবে ডাক বিভাগ
- আওয়ামী প্রোপাগান্ডা মেশিন আছে অনলাইনে এবং অফলাইনে : ব্যারিস্টার ফুয়াদ
টিকটককে ইইউর ৫৩০ মিলিয়ন ইউরো জরিমানা

টিকটককে ৫৩০ মিলিয়ন ইউরো (প্রায় ৬০০ মিলিয়ন ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান ডেটা প্রাইভেসি রেগুলেটর। ইউরোপীয় ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার ক্ষেত্রে ত্রুটি থাকার অভিযোগে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
পাশাপাশি, টিকটককে জানানো হয়েছে যে, ছয় মাসের মধ্যে তাদের ডেটা প্রসেসিং কার্যক্রম ইউরোপীয় আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ না হলে চীনে ডেটা স্থানান্তর বন্ধ করতে হবে।
আয়ারল্যান্ডের তথ্য সুরক্ষা কমিশনার (ডিপিসি) জানিয়েছেন, চীনা মালিকানাধীন টিকটক (যার মূল কোম্পানি বাইটডান্স) ইউরোপীয় ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য যথাযথভাবে সুরক্ষিত করছে না। বিশেষ করে, চীনে অবস্থানরত কর্মীরা দূরবর্তীভাবে কিছু ডেটায় অ্যাক্সেস করে থাকেন, যা চীনের গুপ্তচরবিরোধী আইন ও অন্যান্য আইনের আওতায় পড়ে—এই আইনের ধরন ইউরোপীয় মানের থেকে ভিন্ন।
টিকটক এই রায়কে চ্যালেঞ্জ করে বলেছে, তারা ইউরোপীয়-এর নির্ধারিত ‘স্ট্যান্ডার্ড কন্ট্রাকচুয়াল ক্লজ’ ব্যবহার করে সীমিত ও নিয়ন্ত্রিতভাবে দূরবর্তী অ্যাক্সেস দিয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থাগুলো ২০২৩ সালেই চালু করেছে, যার মাধ্যমে ইউরোপীয় ডেটা ইউরোপ ও যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট ডেটা সেন্টারে সংরক্ষণ করা হয়।
টিকটক আরও বলেছে, তারা কখনও চীনা কর্তৃপক্ষের কাছ থেকে ইউরোপীয়ব্যবহারকারীর তথ্যের অনুরোধ পায়নি এবং কোনও তথ্য সরবরাহও করেনি। তবে ডিপিসি জানিয়েছে, টিকটক চার বছরের তদন্ত চলাকালে বলেছিল তারা কোনো ডেটা চীনে সংরক্ষণ করে না, অথচ গত ফেব্রুয়ারিতে তারা জানতে পারে যে সীমিত কিছু ইউরোপীয় ব্যবহারকারীর ডেটা চীনে সংরক্ষিত ছিল, যেটি পরে মুছে ফেলা হয়।
ডিপিসি উপকমিশনার গ্রাহাম ডয়েল জানিয়েছেন, এই নতুন তথ্যকে গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে এবং ভবিষ্যতে আরও নিয়ন্ত্রক ব্যবস্থা নেওয়া হতে পারে।
এটি দ্বিতীয়বারের মতো টিকটককে ইউরোপীয়তে জরিমানা করা হলো। ২০২৩ সালে শিশুদের ব্যক্তিগত তথ্য প্রসেসিং আইন লঙ্ঘনের জন্য তাদের ৩৪৫ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছিল। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজিম