দুটি চার দিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে খেলতে মঙ্গলবার ঢাকায় আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। সফরকারী দলটি তিনটি ওয়ানডে খেলবে রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে। ম্যাচ তিনটি যথাক্রমে ১২, ১৪ ও ১৬ মে। এরপর দুটি চার দিনের ম্যাচ খেলবে। প্রথম চার দিনের ম্যাচ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ২০-২৩ মে এবং দ্বিতীয় চার দিনের ম্যাচ মিরপুর স্টেডিয়ামে ২৭-৩০ মে। দক্ষিণ আফ্রিকা সফরকারী দলের বিপক্ষে খেলার জন্য আকবর আলিকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বিসিবি। আকবরের নেতৃত্বে বাংলাদেশ ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। ইমার্জিং স্কোয়াডে চমক লেগ স্পিনার ওয়াসি সিদ্দিক। গাজী গ্রুপ ক্রিকেটার্সের পক্ষে ১৯ উইকেট নিয়েছেন বসুন্ধরা প্রিমিয়ার ক্রিকেটে। ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগে পারফর্ম করা বেশ কজন ক্রিকেটারসহ নানা সময়ে অনূর্ধ্ব-১৯ দলে খেলা সম্ভাবনাময় ক্রিকেটাররা।
বাংলাদেশ ইমার্জিং দল : আকবর আলি (অধিনায়ক), মাহফিজুল ইসলাম, জিসান আলম, রায়ান রাফসান, আরিফুল ইসলাম, আহরার আমিন, প্রিতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি, তোফায়েল আহমেদ রায়হান, ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, শেখ পারভেজ জীবন, মারুফ মৃধা, রিপন মন্ডল ও আসাদুজ্জামান।