অস্কার দৌড়ে অংশ নেওয়া বলিউড সিনেমা ‘লাপাতা লেডিস’-এ অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন মারাঠি অভিনেত্রী ছায়া কদম। তার অভিনীত আরেক ছবি ‘অল ইউ ইম্যাজিন অ্যাজ লাইট’ সম্প্রতি জায়গা করে নিয়েছে কান চলচ্চিত্র উৎসবে। তবে এমন সময়েই আইনি ঝামেলায় জড়িয়েছেন এই অভিনেত্রী।
মূলত বিভিন্ন ধরনের বন্যপ্রাণীর মাংস খাওয়ার কথা স্বীকার করায় ভারতের বন বিভাগের পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছে ছায়া কদমের কাছে। তিনি নিজেই স্বীকার করেছেন, ইগুয়ানা, মাউস ডিয়ার, গুইসাপ, বন্য শূকর ও সজারু প্রজাতির মাংস তিনি খেয়েছেন।
মুম্বাইয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগের ভিত্তিতে মহারাষ্ট্র বন বিভাগ এই পদক্ষেপ নেয়। সংস্থাটির অভিযোগ, এক সাক্ষাৎকারে ছায়া কদম স্বীকার করেছেন যে তিনি বিলুপ্তপ্রায় ও সুরক্ষিত বন্যপ্রাণীর মাংস খেয়েছেন—এর মধ্যে রয়েছে মাউস ডিয়ার, খরগোশ, বন্য শূকর, গুইসাপ ও সজারু।
ভারতের বন্যপ্রাণ সংরক্ষণ আইনে এসব প্রাণীর শিকার বা মাংস খাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ।
এ ঘটনায় শুধু ছায়া কদমই নন, বন্যপ্রাণীর মাংস সরবরাহকারী ও চোরাশিকারিদের বিরুদ্ধেও অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, তারা ছায়া কদমের সঙ্গে যোগাযোগ করেছেন তাঁরা। যদিও অভিনেত্রী জানিয়েছেন, তিনি বর্তমানে পেশাগত কাজে শহরের বাইরে রয়েছেন।
বিডি প্রতিদিন/আশিক