পাকিস্তানের বিরুদ্ধে আরও একটি ব্যবস্থা নেয়ার দাবি করেছে ভারত। এবার দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ইউটিউব চ্যানেল ভারতে বন্ধ করে দেয়া হয়েছে।
ভারতে কেউ ওই চ্যানেল খুললে একটি নোটিস দেখা যাচ্ছে, যেখানে লেখা রয়েছে, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণে সরকারি নির্দেশে এখানকার বিষয়বস্তু বর্তমানে ভারতে দেখতে পাওয়া যাবে না।
কয়েক দিন আগেই ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক খবর প্রচারের অভিযোগে পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ করেছিল ভারত। এবার নিষিদ্ধ করা হলো পাকিস্তান প্রধানমন্ত্রীর চ্যানেল।
নিষিদ্ধ হওয়া ১৬টি চ্যানেলের তালিকায় পাকিস্তানের প্রথম সারির কয়েকটি সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলও ছিল। এছাড়া পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলও বন্ধ করে দেওয়া হয়।
১৬টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করার পাশাপাশি পাহেলগাঁও কাণ্ড নিয়ে একটি প্রতিবেদনের জন্য ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-কেও সতর্ক করে দেয় ভারত।
বিডি প্রতিদিন/নাজমুল