লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শুক্রবার সন্ধ্যার আগে ওই উপজেলার ধবলসতি গাটিয়ারভিটা সীমান্তের ৮২৫ মেইন পিলারের ১ নং সাব পিলারের কাছ থেকে তাদের ধরে নিয়ে যায়। ওই দুই বাংলাদেশীর মধ্যে একজন রিমন ইসলাম এসএসসি পরীক্ষার্থী। অপরজন রিমন ইসলামের মামা বগুড়ার বাসিন্দা মাজেদুল ইসলাম।
স্থানীয় লোকজন জানায়, ওই এলাকার মোস্তাকের ছেলে রিমন ইসলাম ও তার মামা মাজেদুল ইসলাম সন্ধ্যার একটু আগে বাড়ির পাশে সীমান্তে বাংলাদেশি ভূখণ্ডের ছবি তুলতে যায়। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তাদের ধরে নিয়ে যায়। এ ঘটনা ছড়িয়ে পড়লে সীমান্তে লোকজন জড়ো হতে থাকে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাবুজ্জামান সরকার ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ওই দুইজন সীমান্তের কাছাকাছিতে ছবি তুলতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তাদেরকে ধরে নিয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিক বিজিবিকে জানানো হয়েছে।
এ বিষয়ে ৬১ বিজিবির সাথে যোগাযোগ করা হলে তারা এ নিয়ে কোনো কথা বলতে রাজি হয়নি।
বিডি প্রতিদিন/হিমেল