কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কে চিকিৎসার অভাবে হাতিশাবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে পার্কের ভেটেরিনারি হাসপাতালে হাতিশাবকটি মারা যায়। তবে অভিযোগ অস্বীকার করে হাসপাতালের সার্জন খাতেম জুলকার নাইন জানান, হাসপাতালের কর্মীরা নিবিড় পরিচর্যায় হাতিশাবককে দেখভাল করে আসছিলেন। ৫ জানুয়ারি শাবকটিকে পার্কে আনার পর থেকে নিয়মিত যত্ন নেওয়া হতো।
এদিকে হাতিশাবকের ময়নাতদন্তের বিষয়টি নিশ্চিত করে চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফ উদ্দিন জানান, বয়স অনুপাতে হাতিশাবকের রোগপ্রতিরোধ সক্ষমতা তৈরি হয়নি। ময়নাতদন্তে শাবকটির শরীরে ভাইরাল ইনফেকশনের অস্তিত্ব পাওয়া গেছে। সাফারি পার্ক সূত্র জানান, ৫ জানুয়ারি টেকনাফ উপজেলার হোয়াইক্ষ্যং রেঞ্জের হরিণখোলা বুড়াবনিয়া বনাঞ্চলে শাবকটি প্রসবের পরই মা হাতিটি মারা যায়। বনকর্মীরা শাবকটি উদ্ধার করে ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি হাসপাতালে হস্তান্তর করেন। এ পার্কের রুগ্ণদশা নিয়ে ২৪ এপ্রিল বাংলাদেশ প্রতিদিনে প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে অব্যবস্থাপনার পাশাপাশি হাতিশাবকের যত্নের অবহেলার বিষয়টিও তুলে ধরা হয়।