অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বৃহস্পতি এখন তুঙ্গেই বলা যায়। একদিকে দীর্ঘদিনের ভালোবাসার মানুষ রাজীবের সঙ্গে বিয়ে ও সুখী দাম্পত্যে অবগাহন, অন্যদিকে ছোট পর্দার মতো বড় পর্দায় অভিষেকের পর নিজের অভিনীত সিনেমাগুলোর সাফল্য নিয়ে নিজেকে বেশ ভাগ্যবতী মনে করছেন এই অভিনেত্রী। এ প্রসঙ্গে নিজের অনুভূতির কথা বলতে গিয়ে এক সাক্ষাৎকারে মেহজাবীন বলেন, ‘বলতে গেলে শখের বশেই ছোট পর্দায় নাটকের অভিনয়ে এসেছিলাম। তখন ভাবিনি আমি সফল হব। তবে আশা ছাড়িনি কখনো। মনোযোগ দিয়ে অভিনয় করে গেছি। এর ফসলও পেয়েছি। দর্শক সহজেই আমার কাজ গ্রহণ করেছে এবং দর্শকের ব্যাপক ভালোবাসায় সিক্ত হয়েছি। অনেক দুঃসময় পেরিয়ে আজ এখানে পৌঁছেছি। রাজীবের (নির্মাতা আদনান আল রাজীব) সঙ্গে সাফল্য উদ্যাপন করছি। এ অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন।’ অন্যদিকে অভিনেত্রীর স্বামী, নির্মাতা আদনান আল রাজীবের জীবনেও আসছে একের পর এক সুখবর। সম্প্রতি তার নির্মিত সিনেমা ‘আলী’ বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবে ‘স্বল্পদৈর্ঘ্য সিনেমা’ বিভাগে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে।