উয়েফা ইউরোপা লিগে অল ইংলিশ ফাইনাল হতে পারে। গত বৃহস্পতিবার ইউরোপা লিগ সেমিফাইনালের প্রথম লেগে জয় পেয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহ্যাম। স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিককে ৩-০ গোলে হারিয়েছে ম্যানইউ। অন্যদিকে টটেনহ্যাম ৩-১ গোলে হারিয়েছে নরওয়েজিয়ান ক্লাব বোডো গ্লিমটকে। বিলবাওয়ের স্যান মেমেস স্টেডিয়ামে ম্যানইউর পক্ষে ম্যাচের ৩০ মিনিটে প্রথম গোল করেন কাসেমিরো। এরপর ৩৭ ও ৪৫ মিনিটে ম্যানইউর পক্ষে আরও দুটি গোল করেন ব্রুনো ফার্নান্দেজ। এ জয়ে ফাইনালে এক পা দিয়ে রাখল ম্যানইউ। দ্বিতীয় লেগে ২-০ বা তার কম ব্যবধানে হারলেও ফাইনাল খেলবে রেড ডেভিলরা। এদিকে নিজেদের স্টেডিয়ামে টটেনহ্যামও দারুণ জয় পেয়েছে। ম্যাচের প্রথম মিনিটেই ব্রেনন প্রাইস জনসনের গোলে এগিয়ে যায় টটেনহ্যাম। এরপর ৩৪ মিনিটে জেমস মেডিসন ও ৬১ মিনিটে সোলানকি মিশেল গোল করেন টটেনহ্যামের পক্ষে। ৮৩ মিনিটে সল্টনেসের গোলে ব্যবধান কমালেও পরাজয় রুখতে পারেনি নরওয়েজিয়ান ক্লাব। ইউরোপা লিগে সর্বশেষ অল ইংলিশ ফাইনাল হয়েছে ২০১৮-১৯ মৌসুমে। সেবার ফাইনাল খেলে চেলসি ও আর্সেনাল। ফাইনালে চেলসি ৪-১ গোলে পরাজিত করে আর্সেনালকে। এর আগে ইউরোপের এ টুর্নামেন্টে অল ইংলিশ ফাইনাল হয় ১৯৭১-৭২ মৌসুমে।
বার দুই লেগের ফাইনালে টটেনহ্যাম পরাজিত করে উলভারহ্যাম্পটরনকে। আরও একবার ইউরোপা লিগে অল ইংলিশ ফাইনাল অপেক্ষা করছে ফুটবলপ্রেমীদের সামনে!