ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে আজ শুক্রবার মাঠে নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এনসিপির ঢাকা মহানগর শাখার উদ্যোগে সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে।
সমাবেশের আগে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।
এতে তিনি লেখেন, “যদি কিন্তু অথবা ছাড়া গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। শুক্রবার বিকাল ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠেয় বিক্ষোভ সমাবেশে যোগ দিন।”
সমাবেশে উপস্থিত হয়ে প্রতিবাদ জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ।
এর আগে গত বৃহস্পতিবার হাসনাত আবদুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে লিখেছেন, চিন্ময়ের জামিনকে কোনও বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। চিন্ময়ের ঘটনার শুরু থেকেই ভারতীয় আধিপত্যবাদ এ দেশের ওপর অন্যায় প্রভাব বিস্তারের চেষ্টা করেছে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। এর মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার দেড় দশকেরও বেশি সময়ের স্বৈরশাসনের অবসান ঘটে। ক্ষমতাচ্যুতির পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পালিয়ে গেছেন ভারতে। তার আগে-পরে বিভিন্ন দেশে পালিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মী ও মন্ত্রী-এমপিরা।
ওই অভ্যুত্থানে শেখ হাসিনার অনুগত নিরাপত্তা বাহিনী ও তার দলের সশস্ত্র ক্যাডারদের হামলাসহ সংঘাতে ১৪শ’ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে।
বিডি প্রতিদিন/একেএ