ফিলিস্তিনের গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলা অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৭৭ জন।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দখলদার বাহিনীর হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। শুক্রবারের অভিযানের পর গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৫২ হাজার ৪১৮ জন এবং ১ লাখ ১৮ হাজার ৯১ জনে। হতাহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল দ্বিতীয় দফা অভিযান শুরুর পর গত প্রায় দেড় মাসে গাজায় নতুন করে নিহত হয়েছেন ২ হাজার ৩ শতাধিক এবং আহত হয়েছেন ৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি। সূত্র: আল-জাজিরা, আনাদোলু এজেন্সি
বিডি প্রতিদিন/একেএ