পোল্যান্ডের জাতীয়তাবাদী প্রেসিডেন্টপ্রার্থী কারোল নাভরোৎসকি শুক্রবার জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে একটি ‘গুরুত্বপূর্ণ’ বৈঠক করেছেন। এ নিয়ে দেশটির ক্ষমতাসীন জোটের কিছু রাজনীতিক ‘নির্বাচনে হস্তক্ষেপ’-এর অভিযোগ তুলেছেন।
ওয়ারশ থেকে এএফপি জানায়, ডানপন্থী বিরোধী দল ল অ্যান্ড জাস্টিস (পিআইএস)-এর সমর্থনপুষ্ট নাভরোৎসকির পক্ষে আছেন বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুডা। ১৮ মে অনুষ্ঠেয় নির্বাচনের দুই সপ্তাহ আগে তিনি জনমত জরিপে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।
জনপ্রিয়তায় এগিয়ে থাকা প্রার্থী ইউরোপপন্থী ওয়ারশ নগরীর মেয়র রাফাল ত্রজাসকোভস্কি। তিনি প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সিভিক কোয়ালিশনের (কেও) সমর্থন পাচ্ছেন।
নাভরোৎসকি ফেসবুকে লেখেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডি. ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক এবং কৌশলগত জোট ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে একসঙ্গে আলোচনা করেছি।’ তিনি সঙ্গে যুক্ত করেন প্রচারাভিযানের হ্যাশট্যাগ ও বৃহস্পতিবারের ওই সাক্ষাতের ছবিও।
হোয়াইট হাউসও এক্স-এ (সাবেক টুইটার) এই ছবি পোস্ট করে লিখেছে, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোলিশ প্রেসিডেন্টপ্রার্থী কারোল নাভরোৎসকিকে ওভাল অফিসে স্বাগত জানিয়েছেন।’
টিভি রেপুবলিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে নাভরোৎসকি জানান, ‘প্রেসিডেন্ট ট্রাম্প বললেন, ‘তুমি জিতবে,’ আমি বুঝলাম তিনি আমাকে নির্বাচনে শুভকামনা জানালেন।’
তবে ক্ষমতাসীন জোটের কয়েকজন এমপি এক্স-এ ওই সাক্ষাতের কড়া সমালোচনা করেন। এমপি রোমান গিয়ের্তিখ ট্রাম্পকে রুশ প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিনের ‘বন্ধু’ আখ্যা দিয়ে অভিযোগ তোলেন যে, তিনি ‘নির্বাচনে নির্লজ্জ হস্তক্ষেপ’ করছেন।
আরেক এমপি টমাস্জ ত্রেলা লেখেন, ‘মি. নাভরোৎসকি, ট্রাম্প আমাদের জন্য প্রেসিডেন্ট ঠিক করবেন না, যেমনটা তিনি কানাডার জন্য প্রধানমন্ত্রী ঠিক করতে পারেননি।’
উল্লেখ্য, সোমবার অনুষ্ঠিত নির্বাচনে ট্রাম্পের হুমকিকে কেন্দ্র করে গড়ে ওঠা প্রচারণা শেষে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনির লিবারেল পার্টি জয়লাভ করে। ৪২ বছর বয়সী ইতিহাসবিদ নাভরোৎসকি ‘প্রথমে পোল্যান্ড, প্রথমে পোল’ স্লোগান নিয়ে প্রচারণা চালাচ্ছেন।
যদিও তিনি ইউক্রেনের প্রতি পোল্যান্ডের সমর্থন প্রশ্নবিদ্ধ করেননি, তবে ইউক্রেনীয় শরণার্থীদের দেওয়া উদার সুযোগ-সুবিধার সমালোচনা করেছেন তিনি। নাভরোৎসকি পোল্যান্ডের সামরিক সদস্য সংখ্যা বাড়াতে চান এবং জার্মান সীমান্তে অভিবাসন রোধে নিয়ন্ত্রণ আরোপের আহ্বান জানিয়েছেন।
বিডি প্রতিদিন/নাজিম