শ্রমিকদের সম্মানজনক মজুরি নিশ্চিত করতে হবে এবং তা হতে হবে সর্বনিম্ন ২৫ হাজার টাকা। এই দাবি জানিয়েছেন ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ-এনসিবির চেয়ারম্যান কাজী ছাব্বীর। মে দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে এনসিবি ঢাকা মহানগর আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। আয়োজক সংগঠনের আহ্বায়ক মো. আবুল বাশারের সভাপতিত্বে এবং গাজীপুর মহানগরের সদস্যসচিব সানজিদা রসুলের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন এনসিবি মহাসচিব ইকবাল হাসান স্বপন। আরও বক্তব্য দেন ন্যাশনাল আওয়ামী পার্টির (ভাসানী) সভাপতি স্বপন কুমার সাহা, বাংলাদেশ জনতা ফ্রন্টের চেয়ারম্যান আবু আহাদ আল-মামুন (দিপু মীর), এনসিবির প্রেসিডিয়াম সদস্য আনোয়ার পারভেজ, স ম হাফিজুল ইসলাম, চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মো. ফারুক মিয়া।
কাজী ছাব্বীর বলেন, শিশু শ্রমিকদের আইএলও নিয়ম অনুসরণ করা, শ্রমিকদের মহার্ঘ ভাতা প্রদান, প্রতিটি মিলকারখানায় চিকিৎসা কেন্দ্র স্থাপন, স্ব-বেতনে প্রসূতিকালীন ছুটিসহ নারী শ্রমিকদের জন্য ডে-কেয়ার সেন্টার এবং পৃথক শৌচাগার, বিশ্রামাগার ও যাবতীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিতকরণে আইন প্রণয়ন করতে হবে।