চলছে রহমত, মাগফিরাত আর নাজাতের মাস মাহে রমজান। ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত রোজা পালনে ব্যস্ত মুসলিম বিশ্ব। কিন্তু এমন পবিত্র মাসেই ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে আয়োজিত একটি ফ্যাশন শো ঘিরে বিতর্কের ঝড় উঠেছে।
গেলো সপ্তাহে জম্মু ও কাশ্মিরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র গুলমার্গের স্কি রিসোর্টে আয়োজিত ওই ফ্যাশন শো-তে অর্ধনগ্ন পুরুষ ও নারীদের পাতলা পোশাকে র্যাম্পে হাঁটতে দেখা যায়। এতে স্থানীয় ধর্মীয় ও রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
এই ঘটনায় কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ প্রতিক্রিয়া জানিয়েছেন এবং ২৪ ঘণ্টার মধ্যে একটি প্রতিবেদন তলব করেছেন। সোমবার (১০ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
কাশ্মিরের জামে মসজিদের প্রধান খতিব এবং হুরিয়ত কনফারেন্সের চেয়ারম্যান মিরওয়াইজ উমর ফারুক এই আয়োজনকে "আপত্তিকর" ও "ধর্মীয় অনুভূতির প্রতি অবজ্ঞাসূচক" বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, "সুফি-সাধু সংস্কৃতির কাশ্মিরে পর্যটন প্রচারের নামে অশ্লীলতা কখনও গ্রহণযোগ্য হতে পারে না। রমজানের পবিত্রতাকে অপমান করা হয়েছে, জড়িতদের জবাবদিহির আওতায় আনা উচিত।"
এই বিষয়ে কাশ্মিরের বিশিষ্ট সমাজকর্মী রাজা মুজাফফর ভাট বলেন, "ফ্যাশন শো নয়, এটি কাশ্মিরের নৈতিক ও সাংস্কৃতিক মূল্যবোধ ধ্বংসের চেষ্টা। প্রশ্ন হচ্ছে, এই নগ্ন ফ্যাশন শো আয়োজনের অনুমতি দিল কে?"
এই বিতর্কের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, "আমি জনগণের ক্ষোভ এবং তাদের অনুভূতিতে আঘাত লাগার বিষয়টি সম্পূর্ণরূপে বুঝতে পারছি। আমি যে ছবিগুলো দেখেছি, তাতে স্পষ্টতই স্থানীয় সংবেদনশীলতার প্রতি অবজ্ঞা প্রকাশ পেয়েছে। তা-ও আবার রমজানের মতো পবিত্র মাসে!"
তিনি জানিয়েছেন, তার কার্যালয় থেকে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং যারা এই আয়োজনে জড়িত, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কাশ্মিরে ধর্মীয় ও সাংস্কৃতিক রীতিনীতির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় এ ধরনের ইভেন্ট আয়োজন নিয়ে বরাবরই বিতর্ক হয়ে আসছে। তবে রমজানের সময় এমন আয়োজন কাশ্মিরি জনগণের মাঝে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/আশিক