বরিশালে ছয় দফা দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে ব্লকেড কর্মসূচি পালন করেছে সম্মিলিত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টায় বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করা হয়।
এতে করে বরিশাল-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করলে এক ঘণ্টা পর যানাবাহন চলাচল স্বাভাবিক হয়।
শিক্ষার্থীরা জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট থেকে বাতিল, ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সঙ্গে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা, ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করা সহ ছয় দফা দাবি তুলে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় শিক্ষার্থীরা ছয় দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
বিডি প্রতিদিন/নাজিম