ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সোচ্চার রংপুরের ব্যবসায়ীরা। অর্ধবেলা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে নগরীর ১৫৬টি ব্যবসায়ী সংগঠন। বুধবার ভোর ৬টা থেকে দুপুর একটা পর্যন্ত নগরীর সকল দোকানপাট বন্ধ রাখা হয়। তবে কাঁচাবাজার, ওষুধের দোকান এবং খাবার হোটেলসহ জরুরি পণ্যের দোকানপাট খোলা ছিল।
কর্মসূচিকে ঘিরে সকাল থেকে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দরা মিছিল নিয়ে জেলা পরিষদ সুপার মার্কেটের সামনে আসতে শুরু করেন। সকাল সাড়ে ১০টার মধ্যে ব্যবসায়ী, রাজনীতিবিদ, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিদনিধিসহ নানা শ্রেণি পেশার মানুষদের অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ হয় সমাবেশস্থল।
ব্যবসায়ীদের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আকবর আলী, মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর হোসেন আশরাফী, জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিমুল বারী রাজ, জেলা দোকান মালিকসমিতির যুগ্ম প্রচার সম্পাদক মোঃ মহিদুল ইসলাম শেখ হিরা, রেস্তোঁরা মালিক সমিতির নেতা আব্দুস সাত্তার, ফখরুল আনাম বেঞ্জু।
বক্তারা বলেন, ফিলিস্তিনে নির্বিচারে নারী, শিশু, সাংবাদিক, চিৎিসকসহসাধারণ মানুষদের হত্যা করছে ইসরায়েল। এদিক বিশ্ব মোড়ল আমেরিকাফিলিস্তিনের পাশে না দাঁড়িয়ে উল্টো ইসরায়েলকে সমর্থন দিয়ে চলেছে। মুসলিম দেশগুলোকে একত্রিত হতে দিচ্ছে না তারা। আজ কোথায় বিশ্ব মানবতা, কোথায় জাতিসংঘ। তারা চুপ করে রয়েছে কেন। ফিলিস্তিনের নিষ্পাপ শিশুদের কান্না কি তাদের কারে পৌঁছাচ্ছে না।
বিডি প্রতিদিন/নাজমুল