বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে বার্সেলোনার হারের পরও হতাশ নন কোচ হান্সি ফ্লিক। বরং চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে জায়গা করে নিতে পেরে বেশ খুশি তিনি। এমন ফলাফলের পূর্বাভাস আগেই পেয়েছিলেন বলে জানালেন বার্সা কোচ।
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে বার্সেলোনা ৩-১ গোলে হারায় ডর্টমুন্ডের কাছে। তবে প্রথম লেগে ঘরের মাঠে ৪-০ গোলের বিশাল জয় পাওয়ায় দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে সেমি-ফাইনালে পা রাখে কাতালান ক্লাবটি।
তবে ফিরতি লেগে বার্সেলোনার আক্রমণভাগ ছিল পুরোপুরি ছন্দহীন। লামিনে ইয়ামাল, লেভানদোভস্কি আর রাফিনিয়ারা ডর্টমুন্ডের রক্ষণ ভেদে তেমন কোনো হুমকিই তৈরি করতে পারেননি। দলটির একমাত্র গোলটিও আসে ডর্টমুন্ডের আত্মঘাতী ভুল থেকে। আর স্বাগতিকদের জয়ের নায়ক ছিলেন ফরোয়ার্ড সেগু গিগাসি, যিনি হ্যাটট্রিক করে ম্যাচে আলো ছড়ান।
পরিসংখ্যানেও স্পষ্ট বার্সার ব্যর্থতা। বল দখলে এগিয়ে থাকলেও গোলমুখে ছিল নিষ্প্রভ—মাত্র সাতটি শটের মধ্যে মাত্র দুটি ছিল লক্ষ্যে। বিপরীতে ডর্টমুন্ডের ১৮টি শটের মধ্যে ১১টিই ছিল বার্সার গোলবার বরাবর।
ম্যাচ শেষে ফ্লিক বলেন, “ডর্টমুন্ড দারুণ খেলেছে। আমাদের দিনটা খুব একটা ভালো কাটেনি। আমি আগে থেকেই বুঝেছিলাম, এখানে কিছু একটা হতে পারে—এই স্টেডিয়ামের আবহ আমি ভালোভাবে চিনি।”
তবে হার সত্ত্বেও শেষ চারে জায়গা করে নেওয়ায় স্বস্তিতে ফ্লিক, “পারফরম্যান্স দুর্দান্ত না হলেও আমরা সেমি-ফাইনালে উঠেছি, সেটাই সবচেয়ে বড় কথা। আমি দলে খুশি, ক্লাবের জন্যও গর্বিত।”
সেমি-ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ হবে ইন্টার মিলান অথবা বায়ার্ন মিউনিখ।
বিডি প্রতিদিন/নাজিম