বরিশালের বাবুগঞ্জে একটি বরফ কলে অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বাবুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না নির্বাহী হাকিম হিসেবে জরিমানা করেন।
নির্বাহী হাকিম কামরুন্নাহার তামান্না বলেন, বরফ কলে অনুমোদন না নিয়ে কোনো ধরনের কাগজপত্র ছাড়া আইসক্রিম উৎপাদন ও বিক্রি করে। এ অভিযোগে অভিযান করে বরফ কলে গিয়ে স্যাকারিন, অননুমোদিত রং এবং ক্যামিক্যাল ব্যবহার এবং ভুয়া লেবেল/প্যাকেটে আইসক্রিম উৎপাদন করা ১৩ হাজার পিস আইসক্রিম ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। পরে প্রতিষ্ঠান মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে অনুমোদন না নিয়ে পুনরায় আইসক্রিম উৎপাদন না করার নির্দেশনা দেয়া হয়েছে।
নির্বাহী হাকিম আরো জানান, উদ্ধারকৃত আইসক্রিম নষ্ট করা হয়েছে। সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। অভিযানে উপজেলার স্বাস্থ্য পরিদর্শক ও পুলিশ সহায়তা করেছে।
বিডি-প্রতিদিন/বাজিত