যুক্তরাষ্ট্র ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে বিমান হামলার পরিমাণ বাড়িয়েছে। আরব দেশটির বিভিন্ন স্থান এবং অবকাঠামো লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে আগ্রাসনের মাত্রা বাড়িয়েছে আমেরিকা।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় সূত্রের বরাত দিয়ে ইয়েমেনের সরকারি সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, বুধবার ভোরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ধামারের মায়ফা'আত আনস জেলায় মার্কিন বিমান হামলা হয়েছে। এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে, আমেরিকান যুদ্ধবিমানগুলো উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ 'আমরানের হারফ সুফিয়ান জেলায় একাধিক বিমান হামলা চালিয়েছে, তবে তাৎক্ষণিকভাবে হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সা'দা'র আল সালেম জেলায়ও ছয়টি বিমান হামলা চালানো হয়েছে। অন্যদিকে কিতাফ ওয়া আল-বোকি' জেলায় চারটি বিমান হামলা চালানো হয়েছে। সা'দা শহরের পূর্বেও কমপক্ষে তিনটি বিমান হামলার খবর পাওয়া গেছে।
সম্ভাব্য হতাহতের ঘটনা এবং ধ্বংসের পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিবেদন প্রকাশ করা হয়নি। মধ্যাঞ্চলীয় প্রদেশ আল-বায়দা'র আজ জাহির জেলায়ও একটি বিমান হামলা হয়েছে।
লোহিত সাগরের কামারান দ্বীপে সবচেয়ে বেশি বোমাবর্ষণ হয়েছে, ইয়েমেনি সংবাদমাধ্যমগুলি কমপক্ষে ১৫টি বিমান হামলার খবর দিয়েছে। প্রতিবেদনগুলিতে বোমাবর্ষণের ফলে হতাহতের ঘটনা বা অবকাঠামোগত ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করা হয়নি।
এবার শোনা যাচ্ছে ইয়েমেনে স্থল অভিযানও চালাতে পারে যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে ওয়াশিংটন কোনো বিস্তারিত তথ্য দেয়নি।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল