লক্ষ্মীপুরে ৬ দফা বাস্তবায়নের দাবিতে সড়ক অবরোধ করেছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। আজ বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টা থেকে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের ঝুমুর এলাকায় প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখা হয়।
শিক্ষার্থীরা সড়কে বসে দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে থাকে। এ সময় আন্ত:জেলা ও দূরপাল্লার যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট তৈরি হয়, এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা
শিক্ষার্থীরা জানান, ‘জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কতৃর্ক বাতিলসহ ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করাসহ ৬টি দাবি জানায় শিক্ষার্থীরা।’
বিডি প্রতিদিন/জামশেদ