রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মকর্তাদের জন্য ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘অফিস ম্যানেজমেন্ট’ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত কর্মশালার সমাপনীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।
তিনি বলেন, নতুন নতুন বিষয়ে শেখার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। মেধা ও শ্রম দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ করতে হবে।
কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এমন ধরনের কর্মশালার আয়োজন করায় আইকিউএসিকে ধন্যবাদ জানান তিনি।
আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশি এবং প্রধান বক্তা হিসেবে অংশ নেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী।
এ সময় আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুল লতিফ ও ড. মো. আব্দুর রকিবসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা অংশ নেন।
বিডি প্রতিদিন/কেএ