জুন মাসের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন না দিলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
আজ বুধবার দুপুরে ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি উত্থাপন করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
বিন ইয়ামিন মোল্লা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের একটি অন্যতম কমিটমেন্ট ছিল ডাকসু নির্বাচনের। পাশাপাশি দেশের সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচন দেওয়া। কিন্তু বর্তমানে একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রভাবে ডাকসু নির্বাচন না দেওয়ার পাঁয়তারা চলছে। অতীতে ক্ষমতাকেন্দ্রিক, পেশিশক্তি ও কালোটাকার রাজনীতিমুক্ত বিশ্ববিদ্যালয় গড়তে হলে নিয়মিত ক্যালেন্ডারে ডাকসু নির্বাচন দিতে হবে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে ডাকসু নির্বাচনের টাইমলাইনের কথা উল্লেখ করলেও সেখানে নির্বাচনের সুনির্দিষ্ট কোনো টাইমলাইন দেওয়া হয়নি। মে মাসের মধ্যে সুনির্দিষ্ট টাইমলাইন এবং জুন মাসের মধ্যে একটি অংশগ্রহণমূলক ডাকসু নির্বাচনের আয়োজন করতে হবে। কোনো অদৃশ্য শক্তির প্রভাবে যদি প্রশাসনের ডাকসু নির্বাচনের টাইম ফ্রেমে বিলম্ব হয় তাহলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
সংবাদ সম্মেলনে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার আহ্বায়ক মো. সানাউল্লাহ হক বলেন, প্রশাসন যদি কোনো নির্দিষ্ট ছাত্র সংগঠনের চাপে পড়ে ডাকসু নির্বাচন দিতে বিলম্ব করে তাহলে তা হবে সাধারণ শিক্ষার্থীদের সাথে প্রতারণা। এছাড়াও সবাই যেন প্রচার-প্রচারণার ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা পায় তা প্রশাসনকে নিশ্চিত করার দাবি জানান তিনি।
বিডি প্রতিদিন/জুনাইদ