জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘পদত্যাগের বিষয়টি গুজব। আমি এনসিপির সঙ্গেই আছি। সরকার গঠন পর্যন্ত এনসিপির সঙ্গেই থাকব।’ গতকাল বিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
হঠাৎ কেন পদত্যাগের গুজব ছড়াল এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, রাতের মধ্যে একটা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে। এ ধরনের অপসাংবাদিকতা থেকে বেরিয়ে আসা উচিত। অনেকে অনুসন্ধানী সাংবাদিকতার নামে ভুল জায়গায় মিসাইল ছুড়ে থাকে।