লোক সংগীতশিল্পী ও লালন সংগীতের প্রতীক ফরিদা পারভীনের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পাশাপাশি তিনি রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ফরিদা পারভীনের স্বাস্থ্যের বিষয়েও খোঁজখবর নেন বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। গতকাল দুপুরে গণমাধ্যমকে তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন বুধবার রাতে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে প্রবীণ শিল্পীর স্বাস্থ্যের খবর জানতে হাসপাতালে পাঠিয়েছিলেন। তিনি সরকারের কাছে এই গুণী গায়িকার জরুরিভিত্তিতে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে আহ্বান জানিয়েছেন। পাশাপাশি অসুস্থ এ প্রখ্যাত শিল্পী ফরিদা পারভীনের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
উল্লেখ্য, লালন সংগীত এবং বাংলাদেশের লোকসংগীতের প্রতি তার আজীবন নিবেদিত থাকার জন্য ফরিদা পারভীন সর্বজনীনভাবে প্রশংসিত। ৭০ বছর বয়সি এই গায়িকা ৫ জুলাই থেকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস, কিডনিসহ নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।