২০২০ সালে ঘোষিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফল ও গেজেট বাতিল করেছেন আদালত। একই সঙ্গে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেছেন। গতকাল ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলামের আদালত এই রায় দেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন। জানা যায়, অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন ও ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেছিলেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন। মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ মোট আটজনকে বিবাদী করা হয়।
রায়ের কপি পেলে দ্রুত ব্যবস্থা নেবে ইসি : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশনের করণীয় বিষয়ে জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, আদালতের রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আইন-বিধি অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। রায়ের কপি পাওয়ার পরে যে নির্দেশনা দেওয়া হয়েছে, সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। তিনি আরও বলেন, রায়ের কপি পাওয়ার পর দেরি বা বিলম্ব করার কোনো অবকাশ নেই। সিদ্ধান্ত যেটাই হোক না কেন আমরা দ্রুত গতিতে করি। যত দ্রুত সিদ্ধান্তগুলো দিতে পারব, ফাইলগুলো ক্লিয়ার করতে পারব আমাদেরও কাজের চাপ কমবে, আমরাও স্বস্তি পাব। রায়ের কপি পাওয়ার পরে আমরা ব্যবস্থা নেব।
শপথ নেব কি না দলীয় বিষয় : মেয়র ঘোষণা করে আদলতে রায়ের পর ইশরাক হোসেন উপস্থিত সাংবাদিকদের বলেন, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমি ন্যায়বিচার পেয়েছি। আমি মেয়র হতে পারব বা মেয়র হিসেবে শপথ নেব কি না, সেটা সম্পূর্ণ দলীয় বিষয়। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে ধানের শীষের মার্কা নিয়ে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে অনুষ্ঠিত মেয়র পদে নির্বাচন করেছিলাম। পরে সারা দেশ, জাতি দিনদুপুরে দেখেছে ভোট ডাকাতি হয়েছে। তখনকার বিএনপির কাউন্সিলর প্রার্থীদের বিনা মামলায় গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। আমাদের মিছিলের ওপর হামলা করা হয়। বহু নেতা-কর্মীকে মেরে রক্তাক্ত করা হয়েছে। সর্বশেষ নির্বাচনের দিন মিডিয়ার ভাইদের নিয়ে সব কেন্দ্রে যাই। সকাল সাড়ে ৯টা পর্যন্ত তারা কেন্দ্রই খোলেনি। এরপর এক থেকে দেড় ঘণ্টার মতো কয়েকটা কেন্দ্র খোলা ছিল। পরে সব কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। ব্যাপক কারচুপির মাধ্যমে ভোট জালিয়াতি করে আমার যে ভোট হয়েছিল, আমি যে সংখ্যক ভোট পেয়েছিলাম তার থেকে বেশি ভোট দেখানোর জন্য দিনব্যাপী তারা কারচুপি করে। সে বিষয়ে আমরা তখনই মামলা করেছিলাম। আদালত আজ রায় দিলেন। আমি ন্যায়বিচার পেয়েছি। বাংলাদেশে ন্যায়বিচার ফিরে আসুক।
ইশরাকের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বলেন, ‘অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে আমরা নির্বাচন বাতিল চেয়ে মামলা করেছিলাম। একই সঙ্গে তাকে মেয়র হিসেবে ঘোষণার আবেদন করি। আদালত আজ (গতকাল) আমাদের পক্ষে রায় দিলেন।’ তিনি আরও জানান, আদেশে নৌকা প্রতীক নিয়ে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে জারি করা সরকারের গেজেট বাতিল করা হয়েছে। একই সঙ্গে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলামকে ঢাকা উত্তরের ও ফজলে নূর তাপসকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। ২ ফেব্রুয়ারি এ-সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়। শপথ গ্রহণ করে তারা দায়িত্ব পালন করে আসছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর তাদের মেয়র পদ থেকে বহিষ্কার করা হয়।