জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মাগুরার চাঞ্চল্যকর শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়ে অসন্তুষ্ট তার পরিবার। বিষয়টি ভেবে দেখার মতো। ন্যায়বিচার নিশ্চিত হোক।
গতকাল ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে জামায়াত আমির বলেন, মাগুরার নির্যাতিত ছোট্ট মেয়ে আছিয়ার হত্যাকাণ্ডের বিচার দুই মাসের মধ্যে সম্পন্ন হলো এবং রায়ও ঘোষণা হলো। কিন্তু আছিয়ার পরিবার রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে এবং উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে। বিষয়টি ভেবে দেখার মতো। ন্যায়বিচার নিশ্চিত হোক। তিনি বলেন, খুনির শাস্তি নিশ্চিত হওয়ার অপেক্ষায় বাংলাদেশের আপামর জনগণ। দ্রুত সময়ে শাস্তি নিশ্চিত হলে লম্পটদের জন্য এটি হবে দৃষ্টান্তমূলক উদাহরণ। ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘আমরা আছিয়া হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি বরগুনার শিশু মেয়েটি, যার ইজ্জত লুণ্ঠন করা হয়েছিল, তার পিতা মন্টু চন্দ্র দাস হত্যাকাণ্ডেরও বিচার অতিদ্রুত দেখতে চাই।’
ফের ঐক্যের ডাক : এদিকে গতকাল সন্ধ্যায় রাজধানীর কাফরুলের তালতলা হালিম ফাউন্ডেশন স্কুল মাঠে কাফরুল দক্ষিণ থানা জামায়াত আয়োজিত সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফের ঐক্যের আহ্বান জানান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাইকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে। এ ক্ষেত্রে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। ‘দুনিয়ার কোনো পরাশক্তির কাছে মাথানত করা হবে না। তিনি বলেন, ‘আমাদের সবাইকে শিসাঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হতে হবে। এ ক্ষেত্রে যুব সমাজকেই সবার আগে এগিয়ে আসতে হবে। কারণ, বিশ্বের যত বড় বড় অর্জন, সবই এসেছে যুব সমাজের হাত ধরে। তাই দেশ ও জাতির এমন ক্রান্তিকালে দেশের নতুন প্রজন্মকেই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে হবে।’
থানা আমির উপাধ্যক্ষ আনোয়ারুল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ আবু নাহিদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, শেরেবাংলা উত্তর থানার আমির আবদুল আউয়াল আজম, শ্রমিক নেতা কাফরুল জোন পরিচালক মিজানুর রহমান, ছাত্রনেতা নবীন, কাফরুল জামায়াত নেতা সালাউদ্দিন শাহিন, জাকির হোসেন, রুহুল আমীন, এনামুল হক ও আবু সাঈদ খুদরী।