নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রমিকদের পাওনা ২৭ মার্চের মধ্যে পরিশোধ করতে হবে। পরিশোধ না করলে কঠোর ব্যবস্থাসহ মালিকরা বিদেশে যেতে পারবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। বাড়ি-গাড়ি বিক্রি করে হলেও বেতন-ভাতা দিতে হবে। গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় শ্রম উপদেষ্টা বলেন, ‘১০/১২টি প্রতিষ্ঠানে সমস্যা আছে। এর মধ্যে পুরোনো বেতন-ভাতা নিয়ে শ্রমিক অসন্তোষ আছে। ১২টা প্রতিষ্ঠানের মালিক বিদেশে যেতে পারবে না। মার্সিডিজ বেঞ্জ চালায়, বড় বড় বাড়ি আর ঈদ এলে শ্রমিকদের বেতন দিতে গিয়ে বলবেন টাকা নাই, এটা হবে না।’
ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ‘৯৯ ভাগ গার্মেন্টসে বেতন-ভাতা হয়ে গেছে। ২ হাজার ২৫০ কোটি টাকা ইনসেনসিভ দেওয়া হয়েছে। বাজার অনেকটা নিয়ন্ত্রণে আছে। ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মনিটরিং করা হয়েছে। পোর্টে পণ্য খালাস না করে মূল্যবৃদ্ধির চেষ্টা প্রতিহত করা হয়েছে। খেজুর, ছোলাসহ বিভিন্ন পণ্যের দাম আগের চেয়ে কম ছিল। এজন্য সরকারকে ক্রেডিট দেওয়া উচিত।’
এ সময় শ্রম উপদেষ্টা বলেন, ‘মোংলা বন্দরকে কোল্ড পোর্ট হিসেবে গড়ে তোলা হবে। সেখানে যেন হিমায়িত সবজি ও মাছ আমদানি রপ্তানির জন্য আলাদা কোল্ডস্টোরেজের প্রয়োজন না হয়।’