বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলা শাখার আয়োজনে “অসহিষ্ণু সমাজ এবং আমাদের করণীয়” শীর্ষক এক আলোচনা সভা ও কমিটি গঠন বিষয়ে সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। নগরীর গাজীপুর আইডিয়াল কলেজে আজ ১৭ মে সকালে এ গুরুত্বপূর্ণ আয়োজনে সমাজে দিন দিন বাড়তে থাকা অসহিষ্ণুতা, সামাজিক অবক্ষয় এবং এ থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলা শাখার সভাপতি মুসাফির ইমরান। তিনি বলেন, অসহিষ্ণুতা আজ আমাদের সমাজের গভীরে প্রবেশ করেছে। ছোট একটি মতবিরোধ এখন বিশাল সংঘর্ষে রূপ নেয়। এ থেকে মুক্তির একমাত্র উপায় হলো মানবিক মূল্যবোধ, সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চা। শুভসংঘের তরুণ সদস্যদের এ বিষয়ে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ বলেন, যে সমাজে সহানুভূতি, সহমর্মিতা এবং পারস্পরিক সহযোগিতা থাকবে না, সে সমাজ উন্নত হতে পারে না। বসুন্ধরা শুভসংঘ একটি ইতিবাচক শক্তি হিসেবে কাজ করছে এবং ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে এসব সমস্যা নিয়ে কাজ করবো।
কার্যকরী সদস্য নিলয় আহমেদ, বলেন, আমরা দেখছি, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান—সব জায়গায়ই সহনশীলতার অভাব স্পষ্ট। শুভসংঘের সদস্য হিসেবে আমাদের দায়িত্ব শুধু আলোচনা নয়, বরং মাঠে নেমে সচেতনতামূলক কাজ করা। আজকের সভা সেই উদ্দেশ্যেরই একটি ধাপ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য জেরিন, শ্যামল, প্রত্যয়, আমিনুল ইসলাম জয়, নিরব আহমেদ, বনলতা, বীথি ও রিমা। সভায় নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং কার্যকরী কমিটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
আলোচনার শেষে সিদ্ধান্ত নেওয়া হয়, গাজীপুর জেলা শাখা আগামী দিনে “সহনশীল সমাজ গড়ি” শীর্ষক একটি ধারাবাহিক কর্মসূচি হাতে নেবে, যেখানে স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সেমিনার, মানববন্ধন ও সামাজিক ক্যাম্পেইন পরিচালনা করা হবে।
বিডি প্রতিদিন/এএ