কথাসাহিত্যিক ইকবাল খন্দকার লেখালেখির পাশাপাশি উপস্থাপনা করছেন দীর্ঘ ১৩ বছর ধরে।
২০১২ সালে একুশে টিভির একটি ঈদ-অনুষ্ঠান উপস্থাপনা করার মধ্য দিয়ে শুরু হয়েছিল তার উপস্থাপকজীবন। এরপর থেকে সরকারি ও বেসরকারি টিভি চ্যানেলগুলোতে তিনি উপস্থাপনা করে চলেছেন ভিন্ন ভিন্ন ঘরানার অনুষ্ঠান।
তারই ধারাবাহিকতায় এখন তিনি উপস্থাপনা করছেন ব্যতিক্রমধর্মী দুটি অনুষ্ঠান। একটি বিটিভিতে, অন্যটি জিটিভিতে। বিটিভির অনুষ্ঠানটির নাম ‘গল্প গানের প্রহর’। যেখানে উপস্থিত থাকেন জনপ্রিয় সংগীত শিল্পীগণ। আর জিটিভির অনুষ্ঠানটির নাম ‘শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ’। যে অনুষ্ঠানের নিবেদক আলোঘর প্রকাশনা।
বিটিভির ‘গল্প গানের প্রহর’ অনুষ্ঠান প্রচার হবে ১৭ মে শনিবার বিকেল ৫টা ৩৫ মিনিটে। যে পর্বের অতিথি সংগীত শিল্পী শান সায়েক ও তামান্না প্রমি। প্রযোজক সৈয়দা ফারহানা হাসান।
আর জিটিভির ‘শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ’ অনুষ্ঠান প্রচার হবে ১৮ মে রবিবার রাত ৮টা ৩০ মিনিটে। অতিথি বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। আর প্রযোজক এইচ এম তানভীর হাসান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন