গাইবান্ধার ফুলছড়িতে বজ্রপাতে এক কৃষকের গরুর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) বেলা ১২টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারীর মুন্সিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক শহিদুল মিয়া (৩২)। তিনি ওই এলাকার বাসিন্দা।
চেয়ারম্যান ও স্থানীয়রা জানান, ওই সময় কৃষক শহিদুল মিয়া মুন্সিপাড়ার ওয়াফদা বাঁধ এলাকায় ঘাস খাওয়ার জন্য গরুটিকে (বকনা গাভী) রেখে আসেন। এরই মধ্যে হঠাৎ বৃষ্টি শুরু হয়। পাশাপাশি শুরু হয় বৃষ্টির বজ্রপাতও। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় গরুটি।
গরুর মালিক কৃষক শহিদুল মিয়া বলেন, বৃষ্টি শেষ হলে গরু আনতে যাই। গিয়ে দেখি বজ্রপাতে আমার গরুটি মারা গেছে। আমি কৃষি কাজ করে সংসার চালাই পাশাপাশি গরুটি লালন পালন করছিলাম। আমার অপূরণীয় ক্ষতি হয়ে গেলো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম খুশু বলেন, বাঁধের ওপর ফাঁকা জায়গায় (বকনা গাভী) গরুটি ছিল। ওই সময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে গরুটি মারা যায়।
বিডি প্রতিদিন/এএ