জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্র ‘ফারহান ফাইয়াজ’-এর নামে নামকরণ করা সড়কের ফলক উন্মোচন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
শনিবার ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর রোডে ফলকটির উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া। এ সময় শহীদ ফারহান ফাইয়াজের পিতা আলহাজ্ব শহীদুল ইসলাম ভূঁইয়া এবং তার শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সড়কটির ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের মেধাবী ছাত্র শহীদ ফারহান ফাইয়াজ জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হয়েছেন। বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে ছাত্র-জনতা জীবন দিয়েছেন, শহীদ ফাইয়াজ তাদের অন্যতম। তাদের আত্মত্যাগের আদর্শ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে অতিথিরা সড়কের ফলক উন্মোচন করেন এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশ নেন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জিল্লুর রহমান এবং ডিএসসিসির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন