সারা দেশে ধর্ষণ ও নারীদের ওপর নিপীড়নের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে গতকালও আন্দোলনে সরব ছিল রাজধানী ঢাকাসহ সারা দেশ। শাহবাগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন রাজধানীর প্রায় ৩০টি কলেজের শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১টা থেকে দলে দলে মিছিল নিয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। পরে দুপুর দেড়টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন। বিক্ষোভ-স্লোগান শেষে ২০ মিনিটের মধ্যেই তারা শাহবাগ
মোড় ছেড়ে চলে যান। তবে অবরোধ কর্মসূচি থেকে ধর্ষকের প্রকাশ্য শাস্তিসহ মোট ছয় দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’- নামের একটি সংগঠন বিকালে পদযাত্রা করে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। পদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ইন্টার কন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নারীর প্রতি অবমাননা বন্ধ এবং ধর্ষকদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। তারা সাত দিনের আলটিমেটাম দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপিকে।
শাহবাগে আন্দোলনে ছাত্রদের ছয় দাবির মধ্যে রয়েছে- ধর্ষকের শাস্তি জনসম্মুখে নিশ্চিত করতে হবে; ধর্ষকদের বিরুদ্ধে প্রশাসনকে সম্পূর্ণ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করতে হবে; যদি কোথাও ধর্ষণের ঘটনা ঘটে, তাহলে ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষককে গ্রেপ্তার করতে হবে আর পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে যথাযথ প্রমাণের ভিত্তিতে বিচার নিশ্চিত করতে হবে। তাদের দাবি- সালিশের মাধ্যমে ধর্ষণের বিচার আইনগতভাবে নিষিদ্ধ করতে হবে; ধর্ষণ মামলায় অভিযুক্ত আসামি ছাড়া পেলে তদন্ত অনুযায়ী কর্মকর্তাকে চাকরিচ্যুত করতে হবে; চলমান সব ধর্ষণ মামলার বিচার আলাদা ট্রাইব্যুনাল গঠন করে ৩০ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করতে হবে।
আন্দোলনে শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’; ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’; ‘একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে কবর দে’; ‘রশি লাগলে রশি নে, ধর্ষকদের ফাঁসি দে’; ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন।
বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ কলেজের শিক্ষার্থী মো. নকীব সাদাত বলেন, আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের আমলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু উল্টো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। একই সঙ্গে ধর্ষণের মতো ভয়াবহ অপরাধের পরিমাণও বেড়েছে। সেজন্য আমরা অবরোধ কর্মসূচি পালন করছি। আমাদের ছয় দাবি অবিলম্বে মেনে নিতে হবে সরকারকে। শিক্ষার্থীরা বলেন, নারী নিপীড়নের প্রতিবাদে আমরা শাহবাগ অবরোধের ঘোষণা দিয়েছিলাম। কিন্তু রমজানে জনগণের ভোগান্তির কথা চিন্তা করে এ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
শিক্ষার্থীরা জানান, এ অবস্থান কর্মসূচিতে ৩০ কলেজের শিক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে রয়েছে- ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, নটর ডেম কলেজ, ঢাকা কলেজসহ রাজধানীর আরও বিভিন্ন স্কুল-কলেজ।
পদযাত্রায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সীমা আক্তার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ইডেন মহিলা কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক সুমাইয়া শাইনা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল নেতৃবৃন্দ অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন করেন। আলটিমেটাম দিয়ে আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপি, আপনাদের সাত দিন সময় দিচ্ছি। এই সাত দিনের মধ্যে শক্তভাবে অবস্থান নিন। না হলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসব। আমরা রাজপথে নেমে আসব। আমাদের এ প্রতিবাদ অব্যাহত থাকবে।
ধর্ষণসহ নারীদের বিরুদ্ধে নানান ধরনের নিপীড়ন-নির্যাতনের প্রতিবাদে গতকাল দেশজুড়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। দেশজুড়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর নিচে তুলে ধরা হলো-
খুলনায় শিক্ষার্থীদের বিক্ষোভ : ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এ সময় নারী নির্যাতনকারী ও ধর্ষকদের কঠোর শাস্তিস্বরূপ জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান তারা।
মাগুরায় ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ : মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুর পক্ষে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। গতকাল দুপুরে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকে অবস্থান নিয়ে দ্রুত বিচারের মাধ্যমে ধর্ষকদের ফাঁসি কার্যকরের দাবিতে স্লোগান দেন। এ সময় মাগুরার সর্বস্তরের ছাত্র-জনতার পক্ষে প্রশাসনের কাছে সাত দফা দাবি তুলে ধরেন বিক্ষোভকারীরা।
বাগেরহাটে মানববন্ধন : মাগুরাসহ সারা দেশে ধর্ষণসহ শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে গতকাল সকালে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে জেলা জাতীয়তাবাদী মহিলা দল।
দিনাজপুরে মানববন্ধন, স্মারকলিপি : দিনাজপুরবাসী সংগঠনের ব্যানারে দিনাজপুরে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা নিপীড়ন প্রতিরোধে সংবাদ সম্মেলন হয়েছে। গতকাল দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়।
গোপালগঞ্জে মানববন্ধন : মাগুরায় আছিয়াসহ সব ধর্ষণের বিরুদ্ধে ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে গতকাল মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল গোপালগঞ্জ জেলা শাখা। গতকাল সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তায় এ কর্মসূচি পালিত হয়।
সোনারগাঁয়ে মানববন্ধন : ‘ধর্ষণ, নিপীড়ন, রুখে দাঁড়াও জনগণ’, ‘অবিলম্বে ধর্ষকদের বিচার কর, করতে হবে’ স্লোগানে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বস্তরের জনগণ।
শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল : আছিয়াকে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে মহিলা দল। গতকাল শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিলের পর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
রাজবাড়ীতে মানববন্ধন : নারী নির্যাতন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সকালে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ও বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা কমিটির যৌথ আয়োজনে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নোয়াখালীতে বিক্ষোভ মিছিল : আছিয়া ধর্ষণ ঘটনার প্রতিবাদে গতকাল দুপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি মুহাম্মাদ ওলি উল্যার সভাপতিত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
গাইবান্ধায় বিক্ষোভ-সমাবেশ : ধর্ষণ-নিপীড়নের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে গতকাল বেলা ১১টার দিকে ‘নারী-শিশু ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে জাগো বাংলাদেশ গাইবান্ধা’র ব্যানারে শহরের গানাসাস মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ হয়।