ফেনীতে গত ২৪ ঘণ্টায় তিনজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে ফেনীতে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এখন পর্যন্ত ফেনীর দুই উপজেলায় ১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ফেনী সদর উপজেলায় ১০ জন ও ছাগলনাইয়া উপজেলায় একজন। আক্রান্তদের মধ্যে সাতজন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে তিনজন চিকিৎসাধীন।
ফেনী সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম বলেন, জেলায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিনজন। ডেঙ্গু পরীক্ষার জন্য এক হাজার ৪৪৫টি কিট রয়েছে।
বিডি প্রতিদিন/এএ