বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিতে ঢাকায় পৌঁছেছেন ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ। মঙ্গলবার (১ জুলাই) সৌদি এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি ঢাকায় আসেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল অনুবিভাগ এবং ঢাকাস্থ সৌদি দূতাবাসের কর্মকর্তারা। খুব শিগগিরই তিনি রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করে ঢাকায় তার কূটনৈতিক কার্যক্রম শুরু করবেন।
চলতি বছরের এপ্রিল মাসে পূর্ববর্তী রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান দায়িত্ব শেষে ঢাকা ছাড়েন। তার স্থলাভিষিক্ত হলেন কূটনৈতিক অঙ্গনে অভিজ্ঞ ড. আব্দুল্লাহ জাফর, যিনি রাষ্ট্রবিজ্ঞানে উচ্চতর ডিগ্রিধারী এবং চীন ও কোরিয়া সম্পর্ক বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে সুপরিচিত।
ড. আব্দুল্লাহ জাফরের কূটনৈতিক অভিজ্ঞতা সমৃদ্ধ। ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি ব্রাজিলের ব্রাসিলিয়ায় এবং ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের হাউস্টনে সৌদি কনসালেটের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৩ সালে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ আফ্রিকা ডেস্কের পরিচালক হিসেবে দায়িত্ব নেন।
২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ডেপুটি হেড অব মিশন হিসেবে কাজ করেন। পরে তিনি জেনেভায় এবং সর্বশেষ চীনের গুয়াংজু শহরে কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।
বিডি প্রতিদিন/হিমেল