শেষ হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর রোমাঞ্চকর পর্ব। বিদায় নিয়েছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলানের মতো জায়ান্টরা। আর প্রত্যাশার চেয়ে অনেক কম পারফরম্যান্স করে হতাশ করেছে লিওনেল মেসির দল ইন্টার মায়ামিও।
তবে এই ধাক্কার মধ্যেই চমক দেখিয়ে শেষ আট নিশ্চিত করেছে ব্রাজিলের দুই ক্লাব ফ্লুমিনেন্স ও পালমেইরাস। সবচেয়ে বড় চমক দেখিয়েছে সৌদি ক্লাব আল হিলাল।
কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আটটি ক্লাব। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড, ব্রাজিলের ফ্লুমিনেন্স ও পালমেইরাস, স্পেনের রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ডের চেলসি, ফ্রান্সের পিএসজি এবং সৌদি আরবের আল হিলাল এবার শেষ আটে মুখোমুখি হচ্ছে একে অন্যের।
কোয়ার্টার ফাইনালের সময়সূচি:
সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে দুটি হাই-ভোল্টেজ ম্যাচ। ৫ জুলাই রাত ১০টায় মুখোমুখি হবে ফ্রান্সের পিএসজি ও জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। অন্যদিকে, ৬ জুলাই রাত ২টায় মাঠে নামবে ইউরোপের আরেক দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ড।
বাকি দুই ম্যাচেও রয়েছে উত্তেজনার ছোঁয়া। ফ্লুমিনেন্স মুখোমুখি হবে সৌদি আরবের আল হিলালের এবং চেলসি লড়বে ব্রাজিলিয়ান জায়ান্ট পালমেইরাসের বিপক্ষে।
কোয়ার্টার ফাইনালের সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)
৫ জুলাই: ফ্লুমিনেন্স-আল হিলাল (রাত ১টা)
৫ জুলাই: চেলসি-পালমেইরাস (সকাল ৭টা)
৫ জুলাই: পিএসজি-বায়ার্ন মিউনিখ (রাত ১০টা)
৬ জুলাই: রিয়াল মাদ্রিদ-বরুসিয়া ডর্টমুন্ড (রাত ২টা)
বিডি প্রতিদিন/মুসা