বাংলাদেশের স্বাস্থ্য খাত ছিল দুনিয়াজুড়ে প্রশংসিত। স্বাধীনতার পর আমাদের সংবিধানে জনগণের মৌলিক চাহিদা পূরণে অন্ন, বস্ত্র, শিক্ষার পাশাপাশি চিকিৎসাকে অন্যতম মানবাধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তার পর থেকে যখন যে সরকার ক্ষমতায় এসেছে, শত সীমাবদ্ধতা নিয়ে স্বাস্থ্য খাতের পরিচর্যায় অবদান রেখেছে। মুক্তিযুদ্ধের পর আক্ষরিক অর্থে শূন্য হাতে যারা সরকার গঠন করেছিলেন, তারাও এ ব্যাপারে ছিলেন প্রতিশ্রুতিবদ্ধ। আর এ কারণেই বাংলাদেশের মানুষের গড় আয়ু ৫৪ বছরে দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়েছে। প্রসূতি ও শিশুমৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই সেরা। বিশ্বের চতুর্থ অর্থনীতি ভারতও এ ক্ষেত্রে পিছিয়ে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, সৎ ও সুশীলদের নিয়ে গড়া অন্তর্বর্তী সরকারের আমলে স্বাস্থ্য সুরক্ষার খাত উপেক্ষিত হচ্ছে। দেশের ৪ কোটি শিশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রতি বছর দুইবার করে বিনামূল্যে কৃমিনাশক ওষুধ খাওয়াত সরকার। ২০৩০ সালের মধ্যে দেশ থেকে কৃমি নির্মূলের লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হতো। বরাদ্দ না থাকায় ওষুধসংকটে শিশুদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো সম্ভব হচ্ছে না। জলাতঙ্ক প্রতিরোধে অ্যান্টি র্যাবিশ টিকাও বন্ধ রয়েছে ওষুধসংকটে। দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে ৩৮টি স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সেক্টর কর্মসূচি অপারেশনাল প্ল্যানের মাধ্যমে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করত সরকার। কিন্তু হঠাৎ করে বরাদ্দের অভাবে মুখ থুবড়ে পড়েছে স্বাস্থ্যসেবা। বরাদ্দের অভাবে এ বছর শিশুদের জন্য কৃমিনাশক ৮ কোটি টাকার ওষুধ কেনা হয়নি। সর্বশেষ গত বছরের এপ্রিল-মে মাসে সারা দেশের শিশুদের কৃমিনাশক ওষুধ খাওয়ানোর কর্মসূচি বাস্তবায়ন করেছে সরকার। এক বছর পার হলেও এ কার্যক্রম এগিয়ে নেওয়ার কোনো উদ্যোগ নেই। জলাতঙ্ক প্রতিরোধক ওষুধ সামান্য কেনা হলেও তা চাহিদার তুলনায় কম। বিপুল অর্থ উৎকোচ দিয়েই কেবল জলাতঙ্কের ভ্যাকসিন মিলছে। অনেক সময়ে উৎকোচ দিয়েও মিলছে না ভ্যাকসিন। ফলে জলাতঙ্কের ঝুঁকি বাড়ছে। সাধারণ মানুষের মধ্যে ক্ষোভও বাড়ছে স্বাভাবিক নিয়মে। জনস্বার্থে স্বাস্থ্য সুরক্ষার ভ্যাকসিন ক্রয়ে সরকারকে যত্নবান হতে হবে। অপ্রয়োজনীয় খাতের উদ্ভব না ঘটিয়ে স্বাস্থ্যসেবার দিকে নজর দেওয়া জরুরি।
শিরোনাম
- গণঅভ্যুত্থান বর্ষপূর্তি; ৩৬ দিনের কর্মসূচি খেলাফত মজলিসের
- সাবমেরিন ক্যাবল কেটে চুরির ঘটনায় দুইজন জেল হাজতে
- যশোরে নির্মাণাধীন ভবনের ছয়তলার ব্যালকনি ভেঙে নিহত ৩
- ইরান থেকে দেশে ফিরেছেন ২৮ বাংলাদেশি
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বে পাকিস্তান
- জাতীয় ঐক্য অনুষ্ঠানে প্রধান অতিথি বেগম খালেদা জিয়া
- তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, জারি হলো রেড অ্যালার্ট
- স্বৈরাচার পতনে যাতে ১৬ বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ করছি : প্রধান উপদেষ্টা
- আমরা এক থাকলে আমাদের সামনে কিছুই টিকতে পারবে না : ফারুকী
- ঝড়ের মতো গুলির মধ্যেও দাঁড়িয়ে থাকার দৃঢ়তা শিখিয়েছে জুলাই : প্রেস সচিব
- ম্যানসিটিকে কাঁদিয়ে শেষ আটে আল হিলাল
- শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির জুলাই পদযাত্রা শুরু
- ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস’ হিসেবে পালিত হবে ১৮ জুলাই
- মাতৃত্বকালীন কার্ডিওমায়োপ্যাথি
- সত্যিই কি পাকিস্তানে একযোগে হামলা চালাতে চায় ভারত-ইসরায়েল?
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১ জুলাই)
- বিটিভির পর্দায় মাসজুড়ে ‘৩৬ জুলাই’
- বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড লেনদেনে শীর্ষে থাকা ভারত এখন ৬ষ্ঠ
- বস্ত্র ও পোশাক খাতের জন্য স্বতন্ত্র মন্ত্রণালয় চায় বিজিএমইএ
- সব বাধা অতিক্রম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে : রিজভী