কুয়াকাটা সংলগ্ন উত্তাল বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ৭ জেলেসহ একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে সাগরে জাল ফেলে তীরে আসার পথে উত্তাল ঢেউয়ের তান্ডবে এ ট্রলারটি ডুবে যায়।
প্রায় ৩ ঘন্টা সাগরে ভাসার পর টুরিস্ট পুলিশ, নৌ পুলিশের সহায়তায় জেলে মাহবুব মাঝি (৩১), হাসান (৩৬), মামুন ( ৩২), তানজিল (২৮), ইসমাইল (৩০), মোস্তফা (৫০), তানিম (২০) উদ্ধার করা হয়। এদের বাড়ি কুয়াকাটার বিভিন্ন গ্রামে। উদ্ধারকৃত জেলেরা সুস্থ রয়েছে। তবে শেষ বিকেলে ডুবে যাওয়া ওই ট্রলারটি উদ্ধার করা হয়েছে বলে স্থানীরা জানান।
উদ্ধার হওয়া জেলার জানান, তারা ভোর চারটায় সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে রওনা করেন। সমুদ্র উত্তল থাকার কারণে তাদের ট্রলারটি সাগরে ডুবে যায়। তারা দীর্ঘ সময় সাগরে ভাসতে থাকার পর টুরিস্ট পুলিশ, নৌ পুলিশের সহায়তায় উদ্ধার হয়েছেন।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সবাইকে অক্ষত অবস্থায় ওইসব জেলেদের উদ্ধার করতে সক্ষম হয়েছি।
বিডি প্রতিদিন/এএম