বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শেরপুর পৌর শাখার উদ্যোগে প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তির কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২ জুলাই) দুপুরে শেরপুর শহরের হাজিপুরে অবস্থিত জেলা পরিষদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. মোশারফ হোসেন।
বিডি প্রতিদিন/নাজিম