জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে নতুন একটি কার্যকর ফিচার—‘স্ক্যান ডকুমেন্ট’। এই ফিচারের মাধ্যমে এখন ব্যবহারকারীরা সরাসরি মোবাইলের ক্যামেরা ব্যবহার করে গুরুত্বপূর্ণ নথিপত্র স্ক্যান করে পাঠাতে পারবেন, তাও কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই।
এখন হোয়াটসঅ্যাপে শুধু তাৎক্ষণিক বার্তা আদান-প্রদান নয়, অফিসিয়াল ফাইল শেয়ারিং, মিটিং ও চ্যানেল ব্যবস্থাপনাও হয়ে থাকে। অনেক সময় প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে পাঠাতে হয়, কিন্তু হাতে স্ক্যানার না থাকলে তা সম্ভব হয় না। এ সমস্যার সমাধানেই এসেছে এই নতুন সুবিধা।
হোয়াটসঅ্যাপের ডকুমেন্ট শেয়ারিং মেনুতে ‘স্ক্যান ডকুমেন্ট’ নামে যুক্ত হয়েছে এই ফিচারটি। ট্যাপ করলেই ক্যামেরা চালু হবে এবং সেখান থেকেই সরাসরি ডকুমেন্ট স্ক্যান করে পাঠানো যাবে। নতুন এই ফিচারে রয়েছে দুই ধরনের মোড: ম্যানুয়াল এবং অটো। ম্যানুয়াল মোডে ব্যবহারকারী নিজে ছবি তোলার সময় নির্ধারণ করতে পারবেন। অন্যদিকে, অটো মোডে হোয়াটসঅ্যাপ নিজে থেকেই ডকুমেন্ট শনাক্ত করে স্ক্যান করে নেবে এবং ছবিটি প্রসেস করে তাৎক্ষণিকভাবে পিডিএফ ফরম্যাটেও তৈরি করে দেবে।
বর্তমানে এই ফিচারটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড বিটা ভার্সনের (২.২৫.১৮.২৯) ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। আইওএস ব্যবহারকারীরা অবশ্য কয়েক মাস আগেই ফিচারটি ব্যবহারের সুযোগ পেয়েছেন। অনেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারী জানিয়েছেন, গুগল প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপের সর্বশেষ বিটা সংস্করণ ডাউনলোড করে তারা ফিচারটি ব্যবহার করতে পারছেন।
নতুন এই স্ক্যানিং ফিচারটি অ্যাটাচমেন্ট মেনুতে ‘ব্রাউজ ডকুমেন্ট’ ও ‘চুজ ফ্রম গ্যালারি’র পাশাপাশি যুক্ত হয়েছে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এটি ব্যবহারকারীদের কাজ আরও সহজ ও সময়সাশ্রয়ী করবে।
বিডি প্রতিদিন/হিমেল