‘গাজীপুরে চুরির অপবাদে শ্রমিককে পিটিয়ে হত্যা’ খবরটি গতকাল দেশের সব গণমাধ্যমে প্রকাশ ও প্রচার হয়। হতভাগ্য যুবকের নাম হৃদয়। মাত্র ১৯ বছর বয়সে কিছু মানুষের পশুর মতো নৃশংসতায় নিভে গেল তাঁর প্রাণপ্রদীপ। নিজের কর্মক্ষেত্র গ্রিনল্যান্ড গার্মেন্টের নিরাপত্তাকর্মীরা তাঁকে বিবস্ত্র করে, দীর্ঘ সময় ধরে আদিম বর্বরতায় পিটিয়ে খুন করেন। কর্তৃপক্ষ বিষয়টি গোপন করার চেষ্টা করলেও পরে অন্য শ্রমিকদের প্রতিবাদ-বিক্ষোভের মুখে মূল ফটকে কারখানা বন্ধের নোটিস ঝুলিয়ে গা-ঢাকা দেয়। এর আগে ৩১ মে দুপুরে রাজধানীর দারুসসালাম এলাকায় দুই যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। তাঁদের বিরুদ্ধে অস্ত্র হাতে ঘোরাঘুরি, ছিনতাই ও নারীদের উত্ত্যক্ত করার অভিযোগ তোলা হয়েছিল। মসজিদের মাইকে এঁদের উপস্থিতির ঘোষণা দেওয়া হলে এলাকাবাসী জড়ো হয়ে পিটিয়ে খুন করে। ৯ এপ্রিল রাতে রাজধানীর কামরাঙ্গীরচরে দুই যুবককে পিটিয়ে হত্যা করে এলাকাবাসী। তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছিল। পিটিয়ে হত্যার যেন মচ্ছব চলছে। সেই ২০১২-এর ৯ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় বিশ্বজিৎ হত্যা, ২০১৯-এর ৭ অক্টোবর বুয়েটে আবরার হত্যা, ২০২৪-এর ১৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ এইচ হলে তোফাজ্জল হত্যা এবং একই দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম হত্যার ঘটনা ভুলে যাওয়ার কথা নয়। রেনু বেগম নামের ভাগ্যাহত নারীকেও বিস্মৃত হওয়ার কথা নয়, ২০১৯ সালের ২০ জুলাই যিনি সন্তানকে রাজধানীর একটি স্কুলে ভর্তির খোঁজখবর নিতে গিয়ে দিনদুপুরে অসংখ্য মানুষের সামনে কিছু মানুষরূপী পশুর হাতে চরম নির্যাতনে নিহত হয়েছিলেন। আমরা কোথায় আছি, আমাদের সন্তানরা কোন সমাজে চলাফেরা করছে-ভাবলে শিউরে উঠতে হয়। কারণ যে কেউ যে কোনো সময় এমন নির্মমতর অরাজক বর্বরতার শিকার হতে পারি। সমাজ এতটাই অরক্ষিত হয়ে উঠেছে। এ অপরাধপ্রবণতা বন্ধ না হওয়ার দায় সরকারের। কিছু মানুষ আইন নিজেদের হাতে তুলে নিচ্ছে। নিছক সন্দেহ অথবা লঘু অপরাধে মানুষকে অত্যাচার, নির্যাতন এমনকি খুন করছে। সমাজ তাদের নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সর্বনাশ ঘটে যাচ্ছে। পরে মামলা, গ্রেপ্তার, তদন্ত ইত্যাদি আইনি প্রক্রিয়া শুরু হলেও তার গতি এতই শ্লথ যে তা নিয়ে অপরাধীরা শঙ্কিত নয়। অধিকাংশ ক্ষেত্রে লঘুদণ্ড হয়। গুরুদণ্ড হলে কার্যকর হতে যুগের পর যুগ কেটে যায়। এ কারণেই পিটিয়ে মানুষ মারতেও ওদের হাত কাঁপে না। পরিণামে কঠিন শাস্তির ভীতি তৈরি হয় না। এ ধরনের সব হত্যার বিচার এবং কঠোর দণ্ড বাস্তবায়ন দ্রুততম সময়ে নিশ্চিত করা না হলে এ অপরাধও কমবে না। সরকারের সংশ্লিষ্ট সব বিভাগকে সমন্বিত তৎপরতায় সর্বোচ্চ সদিচ্ছা ও শক্তি প্রয়োগ করে সে ব্যবস্থা করতে হবে।
শিরোনাম
- উড্ডয়নের ৭ মিনিট পরই বিধ্বস্ত বিমান, নিহত ৬
- ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
- টিএসসিতে রিকশার ভেতরেই মিলল চালকের মরদেহ
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা
- ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু
- মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা
- ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান
- রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান
- কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর
- সিলেটে পাথর শ্রমিকদের বিক্ষোভে গাড়ি ভাঙচুর
- টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার সুযোগ
- পর্তুগাল-স্পেনে ৪৬ ডিগ্রি তাপমাত্রা, জনজীবনে অস্বস্তি
- জুলাই শহীদের তালিকায় আরও ১০ শহীদের নাম
- ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগ নেতাকে পিটুনি
পিটিয়ে হত্যা
দ্রুত কঠোর দণ্ড বাস্তবায়ন প্রয়োজন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর