নেত্রকোনার পাহাড়ি সীমান্ত উপজেলা কলমাকান্দায় পৃথকভাবে দুই এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় ও বিকালে উপজেলার রংছাতি ও মানিকপুর গ্রামে দুটি মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের রংছাতি গ্রামের জাহাঙ্গীর আলমের পনেরো মাস বয়সী সন্তান মুবাশ্বির নামের কন্যা হামাগুড়ি দেয়। সন্ধ্যায় মা সাবিকুন নাহার নামাজ আদায় করতে যান। এর এক ফাঁকে শিশুটি হামাগুড়ি দিয়ে বাইরে চলে গেলে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায়। এদিকে ঘরে অনেকক্ষণ শিশুকে না পেয়ে খুঁজতে থাকে। অন্যদিকে শিশুটির মামাতো ভাই শামীম শিশুকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এদিকে বিকালে একই উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের মানিকপুর গ্রামের ওমর ফারুকের ২ বছর বয়সী ছেলে মুমিন খেলার সময় বাড়ির পিছনের পুকুরে পড়ে ডুবে যায়। এরপর খুঁজে না পেয়ে শিশুর মরদেহ ভেসে উঠলে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি লুৎফুর রহমান জানান, উভয় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে কলমাকান্দা থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম