ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মোকামে সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে ধানের দাম। কয়েক দিনে সব জাতের ধানের দাম মণপ্রতি ২০-৩০ টাকা পর্যন্ত কমেছে। তাই ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে চালের বাজারে। ব্যবসায়ীরা বলছেন, ধানের দাম কমলে চালের দামও কমবে। খোঁজ নিয়ে জানা গেছে, ঈদুল আজহার পর মোকামে ধানের আমদানি কম হওয়ায় বাড়তে থাকে দাম। মূলত বৈরী আবহাওয়ার কারণে আমদানি কমিয়ে দেন ব্যবসায়ীরা। কৃষকরাও দাম বাড়ার অপেক্ষায় বাজারে ধান ছাড়েননি। এমন সংকটের কারণে বাড়তে থাকে দাম। বর্তমানে মোকামে বিআর-২৮ জাতের ধান প্রতি মণ বিক্রি হচ্ছে ১৪৪৯ টাকা, বিআর-২৯ ধান ১৩৫০ টাকা এবং মোটা ধান ১১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
যা কয়েক দিনের তুলনায় ২০-৩০ টাকা কম। আর বর্তমানে ৫০ কেজির বস্তা বিআর-২৮ জাতের চাল বিক্রি হচ্ছে ২৮৬০ টাকা এবং বিআর-২৯ বিক্রি হচ্ছে ২৭৬০ টাকা।
আশুগঞ্জ উপজেলা চালকল মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ জানান, ধানের দাম বাড়ায় চালের দামও ঊর্ধ্বমুখী ছিল। তবে আপাতত চালের দাম আর বাড়বে না। বাজার স্থিতিশীল হচ্ছে। ধানের বাজার নিয়ন্ত্রণে থাকলে চালের দাম কমবে।