জিনাত রেহানা আমাদের কালের একজন বিখ্যাত কণ্ঠশিল্পী। অনেক জনপ্রিয় গানের শিল্পী তিনি। আমি তাঁকে ভাবি ডাকতাম। মোস্তফা কামাল সৈয়দের সহধর্মিণী ছিলেন তিনি। বিটিভির জন্মলগ্ন থেকেই আমরা শিশুশিল্পী হিসেবে জড়িত। মোস্তফা কামাল সৈয়দের সঙ্গেও ছিল আমাদের সখ্য ও শ্রদ্ধাপূর্ণ ভালোবাসার সম্পর্ক। টেলিভিশনের অনুষ্ঠান নির্মাণের কৌশল, সুরুচি সবই শিখেছি মোস্তফা কামাল সৈয়দের কাছ থেকে। কামাল ভাই আমার জীবনে বড় ভাইয়ের মতো ছিলেন। তিনি ছিলেন আমাদের আইকন। এই কামাল সাহেবের সহধর্মিণী জিনাত রেহানা। কামাল ভাই বিটিভিতে ক্রিকেটকে জনপ্রিয় করেছিলেন। আফজাল-সুবর্ণা জুটি তৈরি করেছিলেন। মমতাজ উদ্দীন আহমদের অনেক বিখ্যাত নাটকের প্রযোজক ছিলেন। কামাল ভাই জি এম ছিলেন, ডিডিজিও ছিলেন। প্যাকেজ অনুষ্ঠান যখন হয় তখন তিনি সেগুলো কেনাবেচা প্রচারের দায়িত্বে ছিলেন। তিনি আমাদের ইমপ্রেস অফিসে আসতেন, আমাদের পিঠাঘরে আসতেন। ক্রিকেট খেলা দেখতেন গল্প করতেন। নানান স্মৃতিকথা বলতেন আমরা মুগ্ধ হয়ে কামাল ভাইয়ের চারপাশে ঘিরে কথা শুনতাম। সেই কামাল ভাইয়ের সহধর্মিণীকে আমরা জিনাত ভাবি ডাকতাম। সদা হাস্যোজ্জ্বল খুবই জীবন রসিক মহিলা তিনি। কোনোকিছুতেই তিনি পেছন ফিরে তাকাতেন না। তাঁর দুই ছেলেমেয়ে। ছেলে রেহান কামাল আমেরিকা এবং মেয়ে রেহনুমা কামাল কানাডায় থাকেন। জীবন যুদ্ধে তিনি সাহসী নারী ছিলেন। কামাল ভাই চলে যাওয়ার পর তিনি একা থাকতেন। অক্সিজেনের বোতল নিয়েই তিনি চলাফেরা করতেন। মনে পড়ছে আমরা মোস্তফা কামাল সৈয়দকে নিয়ে একটি সংকলন করেছিলাম। সম্পাদনা করেছিলেন আরিফ খান। সেই অনুষ্ঠানে ভাবি এসেছিলেন অক্সিজেন নিয়ে। কামাল সাহেবকে নিয়ে অসাধারণ একটি বক্তব্যও দিয়েছিলেন। তাঁর বিখ্যাত গানের মধ্যে-সাগরের তীর থেকে, ‘একটি ফুল আর একটি পাখি, বলতো কি নামে তোমায় ডাকি, ‘আমি কাঁকন দিয়ে ডেকে ছিলেম, মুখে লজ্জা ছিল বলে, ‘কপালে তো টিকলি পরবো না’ আমি যার কথা ভাবছি মনে আনমনে’, ‘আমায় যদি ডাকো কাছে, যে দেশেতে ঝিলের জলে শাপলা শালুক ভাসেসহ অনেক জনপ্রিয় গানের শিল্পী তিনি। এই গানগুলো তখন নিয়মিত বাজত টিভি ও রেডিওতে। জিনাত রেহানা আরও সুনাম অর্জন করতে পারতেন। কিন্তু কামাল সাহেবের সহধর্মিণী বলে অনেক জায়গায় আপস করতে হয়েছে। কামাল ভাই ছিলেন বিটিভির এমন একজন কর্তাব্যক্তি যিনি অতিরিক্ত কোনো সুযোগসুবিধা গ্রহণ করতেন না। একজন সাধারণ কর্মচারীর জন্য যে সুবিধা ঠিক তার জন্যও একই সুবিধা প্রযোজ্য। যার কারণে তার সহধর্মিণী যখন গান করতেন তখন তাঁকে যে আলাদা সুবিধা দেওয়া প্রয়োজন সেটা তিনি করতেন না। টেলিভিশনের বিশেষ অনুষ্ঠানে বিশেষ করে ঈদের অনুষ্ঠানে জিনাত ভাবিকে কম দেখা যেত। যদিও তাঁর মা জেবউন নেসা জামাল ছিলেন বিখ্যাত গীতিকার। ভাবি একা একা লড়াই করছিলেন। আমাদের সঙ্গে যোগাযোগ ছিল তাঁর। আমরা ভাবির গানগুলো নতুন করে রেকর্ড করতে চেয়েছিলাম। কিছু গান আমাদের ইমপ্রেস অডিও থেকে রেকর্ড করে সিডিও বের করা হয়েছিল। সেই সিডিগুলো ধারাবাহিকভাবে বের করার পরিকল্পনাও ছিল। কিন্তু সময় এতটা নিষ্ঠুর আমরা তাঁকে হারালাম। ভাবি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। রোগের সঙ্গে তিনি লড়াই করেছেন। ভাবিও ফাঁকি দিয়ে চলে গেলেন। আরেকটি মহিরুহের পতন ঘটল। ভাবি আপনার জন্য অনেক শ্রদ্ধা। আপনি বাংলা গানের ইতিহাসের একটি অংশ। আপনি যেখানেই থাকুন ভালো থাকুন। আজ ৩ জুলাই আপনার জন্মদিন। কিন্তু হায় জন্মদিনের কেক কাটা হবে না...তবে সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে গানটি কোথাও না কোথাও বাজতে থাকবে।
শিরোনাম
- মুরাদনগরে মাদক কারবারি সন্দেহে গণপিটুনিতে নিহত ৩
- নির্বাচন হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে : মোস্তফা ফিরোজ
- 'ইন্টারনেট ব্ল্যাকআউট' কর্মসূচি বাতিল
- মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে পুশইন করল বিএসএফ
- জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
- যুবলীগ নেতাকে ধরতে বাড়ি ঘেরাও, ফোনে বললেন-‘লাভ হবে না’
- যেভাবে ত্বকের যত্নে সাহায্য করে নিমপাতা
- সূচকের ওঠানামায় পুঁজিবাজারে চলছে লেনদেন
- চুল পড়ে যাওয়া সমস্যার ঘরোয়া সমাধান
- ৫ বছরের চুক্তিতে নতুন ঠিকানায় বায়েনা
- ছিটকে গেলেন মহারাজ, প্রোটিয়াদের নেতৃত্বে মুল্ডার
- কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট