ফেনীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনের অভিযোগে দুই হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুই হোটেলকে ৫ হাজার টাকা করে এই জরিমানা করা হয়।
আজ বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাতেপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ দুই হোটেলে ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে দেখা যায়, হোটেল দুটিতে নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ করা হচ্ছে, যা ভোক্তার স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। এ কারণে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড আরোপ করা হয়।
সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে। অস্বাস্থ্যকর খাবার ও পরিবেশের বিরুদ্ধে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএ