চাকরিচ্যুত কর্মীদের পূণর্বহাল দাবিতে দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনির উৎপাদন বন্ধ রেখে অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিকরা। গতকাল খনির প্রধান ফটকে অবস্থান নিয়ে শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন। জানা যায়, শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে খনির শ্রমিক শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, ওমর আলী এবং হাসান আলীকে অব্যাহতি দেওয়া হয়। এতে মধ্যপাড়া পাথর খনির উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোং লি.-এর উপমহাব্যবস্থাপক (প্রশাসন) সৈয়দ রফিজুল ইসলাম জানান, শ্রমিকরা প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করায় উৎপাদন হয়নি। তবে পাথর বিক্রির কার্যক্রম চালু আছে। তিনি আরও জানান, শ্রমিকরা ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কাজ করে পেট্রোবাংলার অধীনে নয়। তবে সংকট সমাধানে কর্তৃপক্ষ কাজ করছে বলে জানান তিনি।