বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানির ওপর ৩৭ শতাংশ শুল্কারোপ পোশাকশিল্পের জন্য ভয়াবহ অনিশ্চয়তা সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে যে জট বেঁধেছে, তা নিরসনে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টাই করা হচ্ছে। বাংলাদেশে মার্কিন পণ্য আমদানিতে শুল্ক কমিয়ে বিদ্যমান সংকটের যাতে সুরাহা করা যায়, তা নিয়ে চলছে নিরন্তর চেষ্টা। এ মুহূর্তে পোশাকশিল্পের মালিকদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে ৩৭ শতাংশ শুল্কারোপের পর যে শিপমেন্ট করা হয়েছে, সেগুলোর ক্ষেত্রে ওয়াশিংটনের কর্তারা কী সিদ্ধান্ত নেবেন। এ মুহূর্তে ৮০০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য শিপমেন্ট প্রক্রিয়ায় বন্দরে বা জাহাজে রয়েছে। সেগুলোর ক্ষেত্রে নতুন শুল্কনীতি কার্যকর হলে রপ্তানিকারকদের বড় ক্ষতির মুখে পড়তে হবে। স্মর্তব্য, ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ শুল্কারোপ করেছেন। এই সিদ্ধান্ত ৯ এপ্রিল থেকে কার্যকর হবে। তার আগেই যেসব পণ্য শিপমেন্ট হয়েছে এবং যেসব পণ্য কারখানায় তৈরি হচ্ছে, এসব পণ্যের অর্ডার নেওয়া হয়েছে শুল্ক ঘোষণার আগে। যা যুক্তরাষ্ট্রে পৌঁছাবে ৯ এপ্রিল বাড়তি শুল্ক কার্যকর হওয়ার পর। ফলে অর্ডার পাওয়ার পর কারখানার পণ্য এবং শিপমেন্ট পণ্যের স্ট্যাটাস কী হবে, সেটি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। শিপমেন্টের পণ্য স্থগিত হয়ে গেলে ব্যাক টু ব্যাক দায় খেলাপি হয়ে যাবে। ব্যাংকের দায় পরিশোধ না করা গেলে নতুন কোনো এলসি খুলবে না ব্যাংক। ফলে কারখানা বন্ধ করা ছাড়া উপায় থাকবে না। কারখানা বন্ধ হলে শ্রমিকের বেতন-ভাতা নিয়ে শঙ্কা তৈরি হবে। দেশে তৈরি পোশাক খাতে ৫০ লাখ ১৭ হাজার ৬৫২ জন শ্রমিক রয়েছেন। যার ৫৫ দশমিক ৫৭ শতাংশ অর্থাৎ ২৭ লাখ ৮৮ হাজার ৬১৬ জন নারী শ্রমিক। শুল্কজনিত জটিলতায় শিপমেন্ট স্থগিত হলে সবার আগে সমস্যায় পড়বেন স্বল্প আয়ের এই শ্রমিকরা। যুক্তরাষ্ট্র মানবাধিকারকে তাদের চলার পথের গাইডলাইন হিসেবে মানে। দেশের তৈরি পোশাকশিল্পের ওপর এক-ষষ্ঠাংশ মানুষ নির্ভরশীল। তাদের সিংহভাগই হতদরিদ্র। তাদের রক্ষায় সরকার ও গার্মেন্ট মালিকদের যুক্তরাষ্ট্র সরকার ও ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতায় আসতে আরও সক্রিয় হতে হবে।
শিরোনাম
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
- টিএসসিতে রিকশার ভেতরেই মিলল চালকের মরদেহ
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা
- ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু
- মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা
- ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান
- রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান
- কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর
- সিলেটে পাথর শ্রমিকদের বিক্ষোভে গাড়ি ভাঙচুর
- টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার সুযোগ
- পর্তুগাল-স্পেনে ৪৬ ডিগ্রি তাপমাত্রা, জনজীবনে অস্বস্তি
- জুলাই শহীদের তালিকায় আরও ১০ শহীদের নাম
- ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগ নেতাকে পিটুনি
- আগামী সপ্তাহের যেকোনও সময় গাজায় যুদ্ধবিরতি: ট্রাম্প
- গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৫১
পোশাক রপ্তানি
৫০ লাখ শ্রমিকের ক্ষতি এড়াতে হবে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর