বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান ড. আসাদুজ্জামান মারা গেছেন ২৪ মে। এর পর থেকে পদটি শূন্য। আলোচনা শুরু হয়েছে কে হচ্ছেন বিএমডিএর পরবর্তী চেয়ারম্যান। আলোচনায় বিভিন্নজনের নাম আসছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরাও বিভিন্নজনকে নিয়ে মাঠে ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন। সচিব পদমর্যাদার চেয়ারম্যান পদটির জন্য এর আগে এমন আলোচনা হয়নি। যে সরকার যখন ক্ষমতায় ছিল, সেই সরকার তাদের অনুগতদের চেয়ারম্যান পদে বসিয়েছে। ৫ আগস্টের পর বেগম আখতার জাহানকে সরিয়ে ড. আসাদুজ্জামানকে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।
আসাদুজ্জামান বিএনপির প্রয়াত নেতা ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ভাই।
এতদিন বিএমডিএর চেয়ারম্যান পদটি নিয়ে স্থানীয় রাজনীতিতে তেমন আলোচনা না থাকলেও এবার এই পদটি পেতে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা তৎপরতা শুরু করেছেন। দলের বাইরেও কেউ কেউ তৎপরতা চালাচ্ছেন। তবে তারাও রাজনৈতিক সমর্থন পাওয়ার চেষ্টা করছেন। তবে আগে সিনিয়ররা পদটিতে দায়িত্ব পালন করলেও এবার তরুণ নেতৃত্ব প্রত্যাশা করছেন স্থানীয়রা। বিএমডিএ উত্তরাঞ্চলের খাদ্যভান্ডার সমৃদ্ধ করতে ভূমিকা রাখে। ফলে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদটিও গুরুত্বপূর্ণ।