ব্যক্তিগত জীবনের খোলামেলা দিক তুলে ধরে আলোচনায় এলেন বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুর। ‘মেট্রো ইন দিনো’ সিনেমার প্রচারে গিয়ে এক সাক্ষাৎকারে প্রেম, বিচ্ছেদ ও সম্পর্কের দৃষ্টিভঙ্গি নিয়ে অকপটে কথা বলেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নে আদিত্য বলেন, “প্রেমে ব্যর্থ হলে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি। দাবা খেলি কিংবা মাঝে মাঝে বাথরুমও পরিষ্কার করি। যেভাবেই হোক, মনকে অন্যদিকে ব্যস্ত রাখতে হয়।”
নতুন সিনেমা ‘মেট্রো ইন দিনো’–তে তিনি অভিনয় করছেন অভিনেত্রী সারা আলি খানের বিপরীতে। ছবিটিতে আধুনিক শহুরে প্রেমের জটিলতা, সংবেদনশীলতা ও দূরত্বের বাস্তব রূপ তুলে ধরা হয়েছে।
সম্পর্ক নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে গিয়ে আদিত্য বলেন, “আমি ‘ওল্ড স্কুল’। সম্পর্ক মানে কেবল প্রেম নয়—বন্ধু, পরিবার, ভাইবোন সব মিলিয়েই জীবন। আগের দিনের মতো ধৈর্য ও গভীরতা এখনকার সম্পর্কে আর নেই।”
বর্তমান সময়ে জনপ্রিয় হয়ে ওঠা ‘সিচুয়েশনশিপ’ বা বিভিন্ন সম্পর্কের নতুন সংজ্ঞা সম্পর্কে আদিত্য বলেন, “এই শব্দগুলো আমি খুব একটা বুঝি না। সম্পর্ক যত সহজভাবে নেওয়া যায়, ততই ভালো।”
ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত আলোচনা না করার পক্ষপাতী আদিত্য রায় কাপুর বলেন, “আমি চাই, আমার ব্যক্তিগত জীবনটা যতটা সম্ভব ব্যক্তিগতই থাকুক।”
বিডি প্রতিদিন/আশিক